Saturday, October 4

গৃহহীনদের পুনর্বাসন ও আর্থসামাজিক উন্নয়নে সরকার অবিচল : ভূমিমন্ত্রী


পাবনা: স্বাধীনতা উত্তর বাংলাদেশে জাতির জনক বঙ্গবন্ধু এক কোটি মানুষকে পুনর্বাসন করেছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার নদীভাঙ্গা ভূমি ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন ও আর্থ সামাজিক অবস্থার উন্নয়নে অবিচল ছিল আছে এবং থাকবে। পাবনার ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়নের নদী ভাঙ্গন কবলিত পরিবারের মাঝে চাউল, টাকা ও টিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এসব কথা বলেন। তিনি সরকারের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সকলকে আন্তরিকতার সাথে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে আরো বলেন, বিগত জামায়াত-জোট সরকারের সময়ে টেন্ডারবাজ ও ভূমিগ্রাসীদের নগ্ন অপতৎপরতায় নদীভাঙ্গা গৃহহীন পরিবারকে আর্থিক সহায়তা ও পুনর্বাসনে ব্যাঘাত ঘটিয়েছিল। তাদের অস্ত্রের ঝনঝনানিতে সাধারণ মানুষ ছিল আতঙ্কিত। কিন্তু কৃষিবান্ধব বর্তমান সরকার এই অপতৎপরতা রুখে দিতেই স্বচ্ছ ও জবাবদিহিতার মাধ্যমে নদীভাঙ্গা গৃহহীন পরিবারের মাঝে আর্থিক অনুদান, গৃহের সরঞ্জামাদি ও সরকারি খাস জমিতে ভূমিসহ গৃহ নির্মাণ করে পুনর্বাসন কার্যক্রম অব্যাহত রেখেছে। সাঁড়া ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান জার্জিস হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান মখলেছুর রহমান মিন্টু, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সানোয়ার হোসেন, পাবনা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ বকুল, উপজেলা ভাইস চেয়ারম্যান সাজাহান আলী ছানা সরদার, সহকারী কমিশনার (ভূমি) মোঃ শওকাত আলী, সাবেক ইউপি চেয়ারম্যান সাহাবুল আলম সরদার, ঈশ্বরদী থানার ওসি বিমান কুমার দাশ, সাঁড়া ইউপি আওয়ামীলীগ সভাপতি জমশেদ আলী সরকার, ইউপি সদস্য রেজাউর রহমান আজাদ প্রমুখ। মন্ত্রী ১৬টি নদীভাঙ্গা পরিবারের মাঝে ১৬ ভান টি.আই. সীট (টিনের চাল), ৪’শ৮০ কেজি চাল ও নগদ ৪৮ হাজার টাকার অনুদান বিতরণ করেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়