স্টাফ রিপোর্টার: আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলছেন তারেক রহমান অর্বাচিনের মতো ইতিহাস বিকৃত করে যে সীমা লংঘন করছেন তার পরিণতি হবে ভয়াবহ। আজ শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির খাজা নিজাম উদ্দিন মিলনায়তনে নৌকা সমর্থক গোষ্টি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনার ছেলেকে সাবধান করুন। তিনি ইতিহাস বিকৃতি করে সীমা লংঘন করছেন। তিনি বলেন, আওয়ামীলীগ বিএনপিসহ সব দলে বিরোধীদল থাকতে পারে, কিন্তু বঙ্গবন্ধুর কোন বিরোধী দল নেই।
সুরঞ্জিত বলেন, রাজনীতিতে বেয়াদবী ও ঐদ্ব্যত্বপূর্ণ আচরণ পরিহার করতে হবে। মন্ত্রীদের কিছু কথা দল সরকার ও সমগ্র জাতিকে বিবৃত করে। তিনি বলেন, বিচারপতিদের যেমন আচরণ বিধি রয়েছে মন্ত্রীদেরও তেমনি আচরণ বিধি থাকা উচিত। এসময় তিনি প্রধানমন্ত্রীকে মন্ত্রীদের জন্য আচরণবিধি নীতিমালা প্রনয়নের পরামর্শ দেন।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়