ঢাকা: বিয়ের বয়স হলেও এখন পর্যন্ত বিয়ে নিয়ে কোন পরিকল্পনা করেননি টিভি অভিনেত্রী হোমায়রা হিমু। এ বিষয়ে হিমু বলেন, বিয়ে মানুষের জীবনের গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রত্যেক মানুষের সঙ্গীর দরকার। কিন্তু আমি এখনও বিষয়টি নিয়ে তেমন কিছুই ভাবছি না। আমার সঙ্গের অনেকেই বিয়ে করে সংসারী হয়েছেন। কিন্তু বিয়ের বিষয়ে আমার এখন কোন পরিকল্পনা নেই বললেই চলে।
বর্তমানে বিভিন্ন চ্যানেলে প্রচার চলতি একাধিক ধারাবাহিক নাটক ছাড়াও নতুন আরও একটি একটি নাটকের শুটিং করছেন হিমু। ফজলুর রহমানের পরিচালনায় এ নাটকের নাম জীবনের অলিগলি। এরই মধ্যে বেশ কয়েক পর্বের শুটিং শেষ হয়েছে বলে জানিয়েছেন হিমু। এ নাটক ছাড়াও প্রচার চলতি আরও কয়েকটি ধারাবাহিকে অভিনয় করছেন তিনি। এগুলো হলো, হাটখোলা, ডিবি, সংঘাত। প্রতিটি নাটকেই তার চরিত্রে ভিন্নতা রয়েছে বলে জানান হিমু। বৈশাখী টিভিতে প্রচার চলতি সংঘাত নাটকে তিনি ভিলেন চরিত্রে অভিনয় করে আলোচিত হন। এ প্রসঙ্গে হিমু জানান, আমার কাছে এ ধরনের চরিত্র বেশি ভাল লাগে। নেগেটিভ চরিত্রে আমাকে দর্শকরা যখন দেখেন, তখন ফেসবুক, ফোনে অনেকের কাছে প্রশংসা শুনেছি। অনেক ভক্ত তাদের ভাল লাগার অনুভূতি প্রকাশ করেছেন। এমন চরিত্র যদি আরও পাই তাহলে আবারও দর্শকের সামনে হাজির হবো।
খবর বিভাগঃ
বিনোদন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়