Friday, October 31

ফিরতি রথে রেখা


বিনোদন ডেস্ক হিন্দি সিনেমার ইতিহাসে সত্যিকার অর্থে কোনো নায়িকাকে যদি এভারগ্রিনের তকমা দিতে হয় তবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সেই জয়মাল্য যে যাবে রেখার গলায়- সেটা অনস্বীকার্য। ষাটের দশকের মাঝামাঝি তেলুগু ছবির মাধ্যমে সিনেমার জগতে প্রথম পা ফেলা রেখা হিন্দি সিনেমা নির্মাতাদের নজর কাড়েন প্রথম ছবি দিয়েই, যার ফলশ্রুতিতে ষাটের দশকের শেষদিকে হিন্দি ছবিতে আগমন ঘটে তার। ১৯৭০ সালে মুক্তি পাওয়া 'সাওয়ান ভাদো' ছবির মাধ্যমে নবাগত অভিনেতা নবীন নিশচোলের সঙ্গে অভিষেক ঘটে রেখার। সেই থেকে শুরু করে সত্তর আর আশির দশক পুরো হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রিতে দাপিয়ে বেড়িয়েছেন রীতিমতো। পাশাপাশি ঝাঁকে ঝাঁকে নতুন মুখের আগমনে ইঁদুর দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়তে থাকেন রেখা। কিন্তু তাই বলে একেবারে সরে যাননি কখনোই। ১৯৯৬-এর 'খিলাড়িও কা খিলাড়ি' ছবিতে অক্ষয় কুমারের সঙ্গে যে রসায়নের খেলা দেখিয়েছেন তাতে ছেলে-বুড়ো- সবাই হড়কে গেছেন, রেখা বলেই বুঝি সম্ভব ছিল এমন পারফরম্যান্স। ২০০০-এর পর সিনেমা থেকে একেবারে সরে না গেলেও অনেকটা গৌণ চরিত্রকেন্দ্রিক চরিত্রের মধ্যে নিজেকে আটকে ফেলেন রেখা। ২০০৬-এর সময় থেকে সেই বিদায়টা অনেকটাই স্থায়ী রূপ নিয়ে নেয়। কিন্তু দীর্ঘ চার বছর পর আবার সব বৈরাগ্যের অবসান ঘটিয়ে রুপালি পর্দাজুড়ে আসছেন বলিউডি এ এভারগ্রিন গ্ল্যামারকুইন। ইন্দ্র কুমারের ছবি 'সুপার নানি'র মাধ্যমেই এ দূরত্বের অবসান হতে যাচ্ছে আজ। গল্পের খিটখিটে বুড়ি ভারতী ভাটিয়াকে সবাই দাম্ভিক আর খবরদারি করা একজন মানুষ বলেই চেনে ও জানে। কিন্তু প্রবাসী দৌহিত্র মান সাফল্যের আশায় ভারতে ফিরে দেখতে পান তার নানির এক ভিন্ন রূপ। বাইরে থেকে শক্ত হলেও প্রতিনিয়ত পরিবারের প্রতিটা মানুষের কাছে ঠাট্টা আর নিগৃহীত হওয়া ভারতীর মাঝে মান খুঁজে পান জীবনানুসন্ধানী এক ভারতী ভাটিয়াকে। নাতি হিসেবে মান পণ করে, যে করেই হোক, সারা জীবন সংসারের বেড়াজালে নিজেকে হারিয়ে ফেলা নানির জীবনের এ জীবন-সায়াহ্নে তাকে সত্যিকারের জীবনের স্বাদ দেয়াতেই হবে তার সাফল্যের মূলমন্ত্র। আমূল পরিবর্তন নিয়ে আসেন নানির জীবনে। ছবির পুরো গল্পের একটা অসাধারণ প্রতিভূর দেখা মিলবে ছবির পোস্টারেও। যেখানে বর্ষীয়ান রেখা আয়নার প্রতিবিম্বে খুঁজে পান তার সত্তর কিংবা আশির দশকের অবতারকে। ক'দিন আগে অনিল-কন্যা সোনমের মাধ্যমে সেলুলয়েডে ফেরত এলো রেখার সুপারহিট 'খুবসুরত'। ছবিটি নির্মাণের প্রথমদিকে তার এমন চিরসবুজ চরিত্রটি সোনমের মধ্যে আবার জেগে উঠুক তা মন থেকে মেনে নিতে পারেননি রেখা। শেষমেশ রেখা রাজি হলেও ছবিটি খুব একটা সন্তুষ্টি দিতে পেরেছে বলে মনে হয়নি বক্স অফিস সূচকে। এবার খোদ রেখা তার পুনর্জাগরণে কেমন ফল পাবেন দর্শক সারি থেকে? পারবেন কি শ্রীদেবীর মতো জয়সূচক রানের খাতা খুলতে? গত সপ্তাহ থেকে চলতে থাকা 'হ্যাপি নিউ ইয়ার'-এর দৌড়কে থামাতে? তার পূর্বাভাস আজ ছবিটির মুক্তির পরই অনেকটা অাঁচ করা যাবে দর্শক মতের ভিত্তিতে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়