Friday, October 31

কারবালা থেকে শিক্ষা নিতে হবে


আখম আবু বকর সিদ্দিক অধ্যক্ষ, দারুন নাজাত সিদ্দিকীয়া কামিল মাদরাসা মহররম তথা কারবালার ইতিহাস মুসলিম ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। কারবালার ইতিহাস নিয়ে শুরু থেকেই ইহুদিরা চক্রান্ত করে আসছে। কারবালার মূল চক্রান্ত শুরু হয়েছিল হজরত ওসমান (রা.) এর শাসনামল থেকে। ওই সময় আবদুল্লাহ ইবনে সাবাহই প্রথম মুসলমানদের দুর্বল দিকগুলো ইহুদিদের কাছে প্রকাশ করে এবং মুসলমানদের মধ্যে ষড়যন্ত্রের বীজ বপন করে। ক্রমেই তা সমগ্র মুসলিম উম্মাহর জন্য করুণ পরিণতি ডেকে আনে, যা হজরত ওসমান (রা.) মৃত্যুর কারণ এবং কারবালার হৃদয়বিদারি ঘটনায় রূপ নেয়। এরপর থেকে ইহুদিরা মুসলমানদের ইতিহাস বিকৃতরূপে প্রচার ও প্রকাশে রত থাকেন। ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে প্রাক-ইসলামী যুগ থেকেই ইহুদিরা চক্রান্ত করে আসছে, যা আজও বিদ্যমান। একটু লক্ষ্য করলে দেখা যাবে, আজ সারা বিশ্বে মুসলিম দেশগুলোতে যে দাঙ্গা-হাঙ্গামার প্রকাশ্য রূপ দেখা যাচ্ছে, তা ইহুদিদের ষড়যন্তের এক নতুন ভার্সন। সুতরাং ইহুদি-খ্রিস্টানদের চক্রান্ত থেকে সব মুসলমানকে সজাগ থাকতে হবে। মনে রাখতে হবে, ইয়াজিদের প্রেতাত্মারা আজও সক্রিয়। কিন্তু হোসাইনের অনুসারীরা ঘুমন্ত। তাই কারবালার সত্যিকার ইতিহাস ধারণ করে হজরত হোসাইন (রা.) এর অন্যায়ের বিরুদ্ধে জিহাদি তামান্না থেকে আমাদের শিক্ষা নিতে হবে এবং মুসলিম উম্মাহকে সব মতপার্থক্য ভুলে গিয়ে এক পতাকা তলে সমবেত হতে হবে। * সাক্ষাৎকার : রেদওয়ানুল্লাহ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়