স্পোর্টস রিপোর্টার,ঢাকা: দক্ষিণ কোরিয়ার ইনচনে অনুষ্ঠিত ১৭তম এশিয়ান গেমসে পোডিয়ামে দাঁড়িয়ে কেঁদে ফেললেন ভারতের মহিলা বক্সার সারিতা দেবী।
বক্সিংয়ের লাইটওয়েট ৫৭-৬০ কেজি ক্যাটাগরিতে ব্রোঞ্জ জেতেন সারিতা। কিন্তু এ ফলাফল তিনি মেনে নিতে পারেননি। ইভেন্ট চলাকালেই তিনি ম্যাচের দায়িত্বে থাকা রেফারির সিদ্ধান্তকে ভুল বলেছিলেন। রেফারির কাছে আবেদনও করেছিলেন সারিতা। কিন্তু রেফারি তার সিদ্ধান্ত পরিবর্তন করেননি। পুরস্কার নেওয়ার জন্য পোডিয়ামে উঠে তার ব্রোঞ্জ পদকটি নিতে অস্বীকার করেন সারিতা৷ অবশেষে পদকটি হাতে নিলেও গলায় পড়েননি তিনি৷ এ সময় কান্নায় ভেঙে পড়েন ভারতীয় এ বক্সার।
রুপা জেতা স্বাগতিক দ. কোরিয়ার জিনা পার্কের কাছে হারেন সারিতা। বিচারকদের ভুল সিদ্ধান্তের শিকার হন বলে প্রতিবাদ করেছিলেন তিনি।
খবর বিভাগঃ
খেলাধুলা
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়