Thursday, October 30

আবাহনী ও শেখ জামাল ভুটান যাচ্ছে


স্পোর্টস রিপোর্টার,ঢাকা:কিংস কাপ খেলতে শেখ জামাল ও আবাহনী লিমিটেড ভুটান যাচ্ছে । বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন ও রানার্সআপ হিসেবে ভুটানের এই আসরে খেলার সুযোগ পেয়েছে দল দুটি। দুই গ্রুপে ভাগ হয়ে মোট ৯টি দল এবারের কিংস কাপে খেলবে। এ গ্রুপে আছে চারটি দল। বি গ্রুপে রাখা হয়েছে বাকি পাঁচ দলকে। বাংলাদেশের ঘরোয়া লিগের চ্যাম্পিয়ন শেখ জামাল পড়েছে এ গ্রুপে। গ্রুপের বাকি তিন দল ভুটানের ড্রুক ইউনাইটেড, ভারতের মোহনবাগান ও থাইল্যান্ডের নাখোন র্যাটচেসিং। বি গ্রুপে আবাহনীর চার প্রতিপক্ষ ভারতের আসাম ইলেক্ট্রিসিটি, নেপালের মানাং মারশিয়াংডি, থাইল্যান্ডের ওসোটস্পা ও স্বাগতিক ভুটানের উগিয়েন একাডেমি। ১৫ নভেম্বর প্রতিযোগিতার উদ্বোধনী দিনেই ড্রুক ইউনাইটেডের বিপক্ষে খেলতে নামবে শেখ জামাল। পরের দিন আবাহনীর প্রতিপক্ষ ভারতের আসাম ইলেক্ট্রিসিটি। গ্রুপ পর্বের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল সরাসরি সেমি-ফাইনাল খেলবে। ২৯ ও ৩০ নভেম্বর দুটি সেমি-ফাইনাল হবে। ২ ডিসেম্বর হবে ফাইনাল।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়