Thursday, October 30

রাজধানীতে হিযবুত তাহরীর সদস্য আটক


নিজস্ব প্রতিবেদক : রাজধানীর দক্ষিণখান থানাধীন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহরীর সক্রিয় এক সদস্যকে আটক করেছে র‌্যাব-১ এর সদস্যরা। তার নাম জাহাঙ্গীর। বাবার নাম মৃত শরিফ ভূঁইয়া। বৃহস্পতিবার বিকেলে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান আটকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১ এর সদস্যরা জানতে পারে দক্ষিণ আজমপুরুস্থ জামতলা এলাকায় সন্ধ্যার দিকে নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহরীর সদস্যরা গোপনে পোস্টাবিংসহ লিফলেট বিতরণ করবে। এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র‌্যাব। তিনি আরো জানান, আটক জাহাঙ্গীর প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে সে নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহরীরের সক্রিয় সদস্য এবং রাষ্ট্র ও সংবিধানবিরোধী কাজে সম্পৃক্ত। আটকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়