Friday, October 10

বাবার যৌন লালসা মেটাতে রাজি না হওয়ায় খুন!


কানিউজ ডেস্ক : ভারতের বিহার রাজ্যে ৪৫ বছর বয়সী এক বাবা তার যৌন লালসা মেটাতে অস্বীকৃতি জানানোয় নিজের ১৯ বছর বয়সী বিবাহিত মেয়েকে হত্যা করেছেন। পেশায় কৃষি শ্রমিক রাক্তু প্রসাদ নামের ওই পাষন্ড বাবা তার খড় কাটার কাস্তে দিয়েই মেয়েকে কুপিয়ে হত্যা করেন। বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে বিহার রাজ্যের মুজাফফর নগর জেলার মুস্তাফাগঞ্জ গ্রামে এই নারকীয় ঘটনাটি ঘটে। এ ঘটনার মেয়েটির স্বামী একটি মামলা দায়ের করলে পুলিশ রাক্তু প্রসাদকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর পুলিশি জিজ্ঞাসাবাদে রাক্তু প্রসাদ তার অপরাধের কথা স্বীকার করেছেন। এমনকি দুই বছর আগে নিজ স্ত্রীকেও হত্যার কথা স্বীকার করেছেন ওই নরপশু। মিনাপুর পুলিশ স্টেশনের স্টেশন হাউস অফিসার (এসএইচও) মদন কুমার সিংহ এই তথ্য নিশ্চিত করেছেন। চার মাস আগে প্রতিবেশি বিষ্ণুপুর গ্রামের দোকানদার রঞ্জিত কুমারের সঙ্গে নিহত মেয়েটির মেয়েটির বিয়ে দেন পাষন্ড বাবা রাক্তু প্রসাদ। দুদিন আগে গত বুধবার মেয়েটি তার স্বামীকে নিয়ে মুস্তাফাগঞ্জে বাবার বাড়ি বেড়াতে আসে। বুধবার রাতে মাতাল অবস্থায় বাড়ি ফিরে রাক্তু প্রসাদ মেয়ে ও মেয়ে জামাইর সঙ্গে একই ঘরে ঘুমানোর জন্য জেদাজেদি করে। এতে তাদের মধ্যে বাক-বিতন্ডা বেঁধে যায়। এরই এক পর্যায়ে রাক্তু প্রসাদ খড় কাটার ‘দাবিয়া’ তুলে ধরে মেয়ে জামাই রঞ্জিতকে তার বাড়ি ছেড়ে চলে যেতে বলে। নয়তো তাকে খুন করা হবে বলে হুমকি দেয়। মেয়ে জামাই রঞ্জিত প্রাণ-ভয়ে সেখান থেকে চলে যাওয়ার পর রাক্তু তার মেয়ের ঘরে প্রবেশ করে। এবং তার সঙ্গে সহবাসে লিপ্ত হওয়ার জন্য জোরাজুরি করতে থাকে। এসময় মেয়ের প্রতিরোধ ও সাহাজ্যের জন্য চিৎকারে রাক্তু উত্তেজিত হয়ে খড় কাটার ‘দাবিয়া’ দিয়ে মেয়েটিকে কুপিয়ে হত্যা করে। নিহত মেয়েটি রাক্তুর পাঁচ সন্তানের মধ্যে সবার বড় ছিল। এ ঘটনার সময় রাক্তু প্রসাদের অপর চার সন্তান পাশের ঘরেই ঘুমিয়ে ছিল।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়