নতুন অপারেটিং সিস্টেম (ওএস) বানাচ্ছে ব্রিটিশ কম্পিউটার চিপ নির্মাতা এআরএম। নতুন ধরনের ডিভাইসে ব্যবহার উপযোগী এ ওএস হবে ফ্রি। ওএসটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটি বিদ্যুৎ এবং মেমোরি সাশ্রয়ী হয়। 'ইন্টারনেট অব থিঙ্কস' অভিহিত প্রযুক্তিপণ্যের উদীয়মান বাজারের জন্য তৈরি নতুন এ ওএসটির সীমাবদ্ধতা হচ্ছে এটি শুধু করটেঙ্-এম ডিজাইনভিত্তিক চিপসেটে কাজ করবে। অবশ্য এ ওএস ডিজাইনকে দ্রুতগতিসম্পন্ন করবে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। হার্ডওয়্যার নির্মাতারা চলতি বছরই এআরএমের তৈরি অপারেটিং সিস্টেম হাতে পাবেন। আশা করা হচ্ছে ২০১৫ সালে বাজারে আসবে এআরএমের অপারেটিং সিস্টেমভিত্তিক প্রথম ডিভাইস।
সূত্র : বিবিসি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়