Thursday, October 30

২০ নারীর সঙ্গে যৌনমিলনে ক্যানসার ঝুঁকি কমে!


কানিউজ ডেস্টক : ২০ জনের বেশি নারীর সঙ্গে যারা শারীরিক সম্পর্ক করেছেন তাদের জন্যে সুসংবাদ! কানাডার একদল গবেষক জানান, যেসব পরুষের জীবনে ২০ জনের অধিক নারীর সঙ্গে যৌন মিলনের অভিজ্ঞতা রয়েছে তাদের প্রোস্টেট ক্যানসারের ঝুঁকি অন্যদের চেয়ে ২৮ শতাংশ কম। ইউনিভার্সিটি অব মন্ট্রিয়াল এবং আইএনআরএসের প্রকাশিত নতুন গবেষণায় তথ্য জানা যায়। গবেষণা মতে, সারা জীবনে যেসব পুরুষের ২০ জনের বেশি নারীর সঙ্গে যৌন মিলনের অভিজ্ঞতা রয়েছে, তাদের শরীরে প্রোস্টেট ক্যানসারের জীবাণু বৃদ্ধির ঝুঁকি ২৮ শতাংশ পর্যন্ত কম। এছাড়া অন্যান্য ক্যান্সারের ঝুঁকিও ১৯ শতাংশ পর্যন্ত কম। তবে এই গবেষণা সমকামী পুরুষদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। সমকামী পুরুষদের ক্ষেত্রে এই হিসাবটা অনেকটা বিপরীত বলা যায়। যেমন, সমকামী কোনো পুরুষের যদি ২০ জনের বেশি পুরুষ সঙ্গীর সঙ্গে যৌনমিলন হয় তাহলে তার প্রোস্টেট ক্যানসারের ঝুঁকি বেড়ে দ্বিগুণ হয়। এ ছাড়া অন্যান্য ক্যানসারের ঝুঁকিও পাঁচগুণ বেড়ে যায়। তবে যেসব সমকামী পুরুষের শুধুমাত্র একজন পুরুষ সঙ্গী রয়েছে, তাদের ক্ষেত্রে এই হিসাব প্রযোজ্য নয়। এ ছাড়া যেসব পুরুষ জীবনে কখনোই যৌনমিলনের স্বাদ নেয়নি, তাদের ক্ষেত্রে প্রোস্টেট ক্যানসারের ঝুঁকি যৌনমিলনে অভিজ্ঞদের ব্যক্তিদের তুলনায় দ্বিগুণ বেশি। ‘প্রোস্টেট ক্যানসার অ্যান্ড অ্যানভাইরনমেন্ট’ বিষয়ক এই গবেষণায় তিন হাজার ২০৮জন পুরুষ অংশ নিয়েছেন। তাদের যৌন জীবন এবং দৈনন্দিন জীবন-যাপন সম্পর্কে প্রশ্ন করা হয়েছে। এদের মধ্যে এক হাজার ৫৯০ জন ২০০৫ সালের আগস্ট থেকে ২০০৯ সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রোস্টেইট ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। অবশিষ্ট এক হাজার ৬১৮ জন কখনো প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হয়নি। এ ছাড়া আমরা জানি, বংশগতভাবেও প্রোস্টেট ক্যানসারের ঝুঁকি বাড়ে। তবে এই গবেষণায় দেখা গেছে, ক্যানসারের ঝুঁকি মূলত যৌনসঙ্গীর সংখ্যার উপরই বেশি নির্ভরশীল। গবেষণায় অংশ গ্রহণকারীদের মধ্যে মাত্র ১২ শতাংশ ব্যক্তি একজন নারীর সঙ্গে যৌন মিলনের কথা জানিয়েছেন। প্রধান গবেষক প্যারেন্ট বলেন, ‘আমরা সৌভাগ্যবান যে, অংশগ্রহণকারীরা তাদের ব্যক্তিগত জীবন এমনকি যৌন জীবন সম্পর্কেও খোলামেলা আলোচনায় অংশ নিয়েছেন। আজ থেকে ২০ কিংবা ৩০ বছর আগে এটি কল্পনাই করা যেতো না।’ ‘ক্যান্সার এপিডেমিলোজি’ জার্নালে এই গবেষণাটি প্রকাশিত হয়েছে। তথ্যসূত্র : সিডনি মর্নিং হেরাল্ড।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়