Friday, October 24

কানাইঘাটে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক: বৃহস্পতিবার বেলা ৩টায় কানাইঘাট থানা পুলিশের উদ্যোগে ৬নং কানাইঘাট সদর ইউপি কার্যালয়ে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। সদর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং কনস্টবেল হারুনুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর মেয়র লুৎফুর রহমান। নারীর প্রতি সহিংসতা, বাল্য বিবাহ প্রতিরোধ এবং মাদক ও জুয়া প্রতিরোধে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন কানাইঘাট থানার সহকারী পুলিশ পরিদর্শক মিন্টু মিয়া, সুজন মজুমদার, আবুল খায়ের এবং এএসআই গোলাম মোস্তফা, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এখলাছুর রহমান, সাংবাদিক আব্দুন নূর। এ ছাড়াও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগতদের মধ্যে বক্তব্য রাখেন আব্দুল আজিজ, তৌহিদ আহমদ, ইউপি সদস্যা জয়তুন বেগম, দিপ্তি রাণী দাস প্রমুখ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়