Friday, October 24

জাতীয় সাঁতারে সেরা সাগর ও টুম্পা


স্পোর্টস রিপোর্টার,ঢাকা:জাতীয় সাঁতারে ছেলেদের বিভাগে সেরা হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর মাহফিজুর রহমান সাগর। একই দলের সোনিয়া আক্তার টুম্পা হয়েছেন মেয়েদের বিভাগের সেরা। ৪টি জাতীয় রেকর্ডসহ ৮টি সোনা জিতেছেন সাগর। ৬টি রেকর্ডসহ ৭টি সোনা জিতেছেন টুম্পা। গোপালগঞ্জের সুইমিং পুলে শেষ দিনের প্রথম রেকর্ডটি গড়েন নাঈমা আক্তার। ১০০ মিটার ব্যাকস্ট্রোকে বাংলাদেশ সেনাবাহিনীর এই সাঁতারু ১ মিনিট ১৭.৩২ সেকেন্ড সময় নেন। ১০০ মিটার মিডলে রিলেতে রেকর্ড গড়ে নৌবাহিনীকে সোনা এনে দিয়েছেন নাজমা খাতুন, সোনিয়া আক্তার, মাহফুজা খাতুন ও লিমা আক্তার; ৫ মিনিট ০.৫০ সেকেন্ডে সাঁতার শেষ করেন তারা। ওয়াটার পোলোতে নৌবাহিনীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সেনাবাহিনী। হ্যান্ড টাইমিংয়ের এই আসরে ৩৮টি ইভেন্টের ১৫ টিতে নতুন জাতীয় রেকর্ড গড়েন সাঁতারুরা। ২৭তম জাতীয় সাঁতারে সবচেয়ে সফল নৌবাহিনী। পদক তালিকায় শীর্ষে থাকা দলটি ২৬টি সোনা, ১৩টি রূপা ও ১৭টি ব্রোঞ্জ জিতেছে। ১৪টি সোনা, ২৪টি রূপা ও ১৪টি ব্রোঞ্জ নিয়ে তাদের পেছনেই রয়েছে সেনাবাহিনী। তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বা বিকেএসপি ৩টি সোনা ও ১টি ব্রোঞ্জ পেয়েছে। এবার হতাশ করেছে চতুর্থ হয়ে আসর শেষ করা বাংলাদেশ আনসার। ৪টি রূপা ও ৭টি ব্রোঞ্জ পেলেও সোনা পায়নি তারা।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়