স্পোর্টস রিপোর্টার,ঢাকা:বছর শেষের ডব্লিউটিএ ফাইনালসে টানা দ্বিতীয় ম্যাচে হারলেন মারিয়া শারাপোভা। তবে আরেকটি জয় নিয়ে সেমি-ফাইনালের আরো কাছে চলে গেছেন কারোলিন ওজনিয়াকি।
উইম্বলনডন চ্যাম্পিয়ন পেত্রা কেভিতোভার কাছে শারাপোভার হারটি ৬-৩, ৬-২ গেমে। আর ওজনিয়াকি আগ্নিয়েস্কা রাদভানস্কাকে হারান ৭-৫, ৬-৩ গেমে।
কেভিতোভার কারছে হারের কারণে এক নম্বরে উঠে মৌসুম শেষ করার সম্ভাবনা বলতে গেলে শেষই হয়ে গেছে শারাপোভার। বর্তমানে এক নম্বরে রয়েছেন সেরেনা উইলিয়ামস।
খবর বিভাগঃ
খেলাধুলা
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়