Saturday, October 11

ফেনীতে বোমা বিস্ফোরণে যুবক নিহত


আবদুল্লাহ আল-মামুন, ফেনী: ফেনীর বাথানিয়া গ্রামের একটি পরিত্যক্ত ঘরে বোমা বিস্ফোরণে মোহাম্মদ নূর নবী (২৪) নামে এক যুবক নিহত ও অপর তিন জন আহত হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, গতকাল শনিবার বিকেল সাড়ে তিনটার সময় ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের বাথানিয়া গ্রামের মসজিদের পাশে একটি পরিত্যক্ত ঘরে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। স্থানীয় লোকজন বিস্ফোরণের শব্দ শুনে বিষয়টি জানা ও দেখার জন্য দ্রুত বিস্ফোরণস্থলে ছুটে যায়। তারা সেখানে গ্রামের মো. ইসহাকের ছেলে মো. নুর নবীকে (২৪) ক্ষত বিক্ষত অবস্থায় মৃত দেখতে পায়। তার আগেই ওই বিস্ফোরণের ঘটনায় আহত অপর তিনজনকে চিকিৎসার জন্য গোপন স্থানে নিয়ে যাওয়া হয়েছে। তাদের নাম পরিচয় জানা যায়নি। খবর পেয়ে ফেনী থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং নিহত যুবক নুর নবীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে প্রেরন করে। পুলিশ ও গ্রামবাসীর ধারনা- ওই গ্রামের মো. ইসহাকের ছেলে মো. নুর নবীসহ অন্যরা ওই পরিত্যক্ত ঘরে বসে হাতবোমা তৈরী করছিল। স্থানীয় পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মানিক জানায়, ওই নিহত যুবক নুর নবী পেশায় একজন রাজমিস্ত্রির সহকারী ও বোমার কারিগর। সে এলাকায় যুবদল কর্মী হিসাবে পরিচিত। ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বিস্ফোরণে মো. নুর নবী নামে এক যুবক নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোরশেদ জানান, এ ঘটনায় বিস্ফোরকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়