Monday, September 15

মা-বোনকে নিয়ে আদালতে জজ মিয়া


স্টাফ রিপোর্টার : ২১শে আগস্টের গ্রেনেড হামলার দুই মামলায় সাক্ষ্য দিতে মা ও বোনসহ আদালতে হাজির হয়েছেন জজ মিয়া। সোমবার নাজিমউদ্দিন রোডের বিশেষ এজলাসে ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারক মো. শাহেদ নূর উদ্দিনের কাছে তারা জবানবন্দি দেবেন। জজ মিয়া ছাড়া অন্যরা হলেন তার মা জোবেদা ও বোন খোরশেদ। ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি আবু আবদুল্লাহ ভূইয়া জানান, এর আগে গত ৮ই সেপ্টেম্বর এ মামলায় জজ মিয়ার মা জোবেদার সাক্ষ্য নেওয়া হয়। আজও তার সাক্ষ্য নেয়া হবে। এছাড়া জজ মিয়ার বোন খোরশেদার সাক্ষ্য নেবেন বিচারক। আদালতে হাজির হলেও আজ জজ মিয়ার সাক্ষ্য নেওয়ার সম্ভাবনা কম বলে জানান তিনি। ২০০৪ সালে আওয়ামী লীগের সমাবেশে সেই হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে পরের বছর ৯ জুন নোয়াখালীর সেনবাগ উপজেলার বিরকোট গ্রাম থেকে জজ মিয়াকে গ্রেপ্তার করা হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়