স্টাফ রিপোর্টার : সদ্য প্রকাশিত বই নিয়ে দলের যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর বক্তব্যে দু:খ পেয়েছেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। আজ দুপুরে সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে এক প্রেস বিফ্রিংয়ে মওদুদ আহমদ বলেন, আমি খুব দুঃখ পেলাম। কারণ রিজভীকে আমি আমার ছোট ভাইয়ের মতে মনে করেছি। তার অনেক লেখাপড়া আছে। তাকে অনেক স্নেহ করি। কিন্তু এখন তিনি যে মন্তব্য করেছেন, আমি এটাতো তার কাছে আশা করিনি। মওদুদ বলেন, আমি যেখানে ভয় করছিলাম সরকার অসন্তুষ্ট হবে। সেখানে দেখছি, আমার একজন সহকর্মী আমার ওপর অসন্তুষ্ট হলেন। তিনি পুরো বইটি পড়লে অনুতপ্ত হবে। এর আগে সকালে নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে ‘ক্ষমতাসীনদের সন্তুষ্ট করতেই মওদুদ আহমদ সম্প্রতি বিএনপির স্বার্থবিরোধী বই লিখেছেন’ বলে মন্তব্য করেন দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।
খবর বিভাগঃ
রাজনীতি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়