স্টাফ রিপোর্টার : ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অর্থনীতিবিদ মাহবুব উল্লাহর ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান। তিনি বলেছেন, সুপ্রিম কোর্টের মতো পবিত্র জায়গায় এমন নগ্ন হামলার অর্থ হলো এখন কোন বুদ্ধিজীবী আর নিরাপদ নন। সোমবার রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন মাহবুব উল্লাহকে দেখতে গিয়ে সাংবাদিকদের সামনে তিনি এ কথা বলেন। ড. মিজান বলেন, অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, পুলিশের চেইন অব কমান্ড ভেঙে পড়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আইন অনুযায়ী থানাকে ব্যবস্থা নিতে বললেও তাতে কাজ হচ্ছে না। তিনি আরও বলেন, যে কোনো বুদ্ধিজীবী যেকোনো ব্যাপারে মতামত ব্যক্ত করতে পারেন। কিন্তু হামলা করে তার কণ্ঠরোধ করার ব্যবস্থা করলে তা গণতন্ত্রের জন্য শুভবার্তা বয়ে আনতে পারে না। যারা তাকে অপমান করেছে, তারাও যে একদিন অপমানের শিকার হবে না এমন নিশ্চয়তা কে দেবে? এ ঘটনা খুবই নিন্দনীয়। আমি এর প্রতিবাদ জানাই।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়