স্পোর্টস রিপোর্টার,ঢাকা: দক্ষিণ কোরয়িার ইনচনে অনুষ্ঠিত ১৭তম এশিয়ান গেমসে আফগানিস্তানকে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ ফুটবল দল। অধিনায়ক মামুনুল ইসলামের একমাত্র গোলে আফগানিস্তানকে হারায় তারা।
সোমবার ইনচনের মুনহাক স্টেডিয়ামে প্রথমার্ধে আফগানিস্তান বেশ চাপে রাখে বাংলাদেশকে। তবে আফগানিস্তানের আক্রমণ রুখে দিয়ে গোলমুখ অক্ষত রাখে লোডভিক ডি ক্রুইফের ছাত্ররা।
বলের নিয়ন্ত্রণে এগিয়ে ছিল আফগানিস্তান। ৬৬ শতাংশ সময়ে বল পায়ে রাখে তারা। তবে দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের গোলমুখে একটি আক্রমণ থেকে গোল তুলে নেয় বাংলাদেশ। ৮৩তম মিনিটে আফগানিস্তানের জালে বল জড়ান অধিনায়ক মামুনুল। তার গোলটিই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য গড়ে দেয়। ২০১০ সালের এসএ গেমসে ঢাকার মাঠে আফগানিস্তানকে ৪-০ গোলে হারায় বাংলাদেশ। চার বছর আগে ঢাকার মাঠে পাওয়া সেই সাফল্যের ধারাবাহিকতা ইনচনেও ধরে রাখলেন মামুনুলরা। তবে আস্তে আস্তে আফগানরা ফুটবল ক্ষেত্রে যে ফিরে আসছে তার প্রমাণ ইতিমধ্যে রাখছে তারা।
বি গ্রুপের ম্যাচে ১৮ সেপ্টেম্বর উজবেকিস্তান এবং ২২ সেপ্টেম্বর হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। এই গ্রুপ থেকে দুটি দল পাবে কোয়ার্টার-ফাইনালে খেলার টিকিট।
দক্ষিন কোরিয়ায় অনুষ্ঠিত এশিয়ান গেমস ফুটবলের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে ১-০ গোলে জয়লাভ করায় বাংলাদেশ ফুটবল দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী শ্রী বীরেন শিকদার ও উপমন্ত্রি আরিফ খান জয়।
Monday, September 15
এ সম্পর্কিত আরও খবর
পিআর পদ্ধতি বাংলাদেশের জন্য উপযোগী নয়: মাওলানা উবায়দুল্লাহ ফারুককানাইঘাট নিউজ ডেস্ক:জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক কাসে
আনন্দ শোভাযাত্রা ঘিরে কঠোর নিরাপত্তা রাজধানী জুড়ে বর্ণিল আয়োজনে শুরু হয়েছে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’। ঢল নেমেছে হাজারো মানুষের। ঢাবি এলাকায় যে
খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার ২০১৫ সালে রাজধানীর কারওয়ান বাজারে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে
সিলেটে ৮৪ লক্ষ টাকার চোরাচালানের মালামাল জব্দসিলেট ও সুনামগঞ্জের সীমান্তে ৪৮ বিজিবির অভিযানে ৮৪ লক্ষ টাকার চোরাচালানের মালামাল জব্দ করা হয়েছে। স
কানাইঘাট লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নে সরকারি অর্থায়নে স্টেডিয়ামের নির্মাণ কাজ শুরুনিজস্ব প্রতিবেদক : খেলাধুলার উন্নয়নে সরকারের উদ্যোগে সারাদেশে ইউনিয়ন পর্যায়ে মিনি ষ্টেডি
কানাইঘাট উপজেলা খেলোয়াড় কল্যাণ সমিতির কমিটি গঠন কানাইঘাট নিউজ ডেস্ক: কানাইঘাটে উপজেলা খেলোয়াড় কল্যাণ সমিতির কমিটি ঘোষণা করা হয়েছে।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়