Monday, September 15

শাহজালালে প্রায় ১২ কেজি সোনা উদ্ধার


স্টাফ রিপোর্টার : শাহলাজাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইট থেকে ১১ কেজি ৭০০ গ্রাম ওজনের ১০০টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক বিভাগ। সোমবার সকাল সোয়া ১০টার দিকে দুবাই থেকে আসা ফ্লাই দুবাইয়ের এফজেড-৫৮৩ ফ্লাইট থেকে এসব সোনা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন বিমানবন্দর শুল্ক বিভাগের সহকারী কমিশনার ফরিদ আল মামুন। তিনি বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই উড়োজাহাজের ২১ নম্বর আসনের নিচ থেকে এসব সোনার বার উদ্ধার করা হয়েছে। তবে স্বর্ণের বারগুলোর মালিক খুঁজে পাওয়া যায়নি।” আটককৃত স্বর্ণের দাম প্রায় সাড়ে ৫ কোটি টাকা বলে জানান ফরিদ আল মামুন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়