স্পোর্টস রিপোর্টার,ঢাকা:ফের একা হয়ে গেলেন সাবেক বিশ্বের নাম্বার ওয়ান রাশান টেনিস সুন্দরী মারিয়া শারাপোভা। মরশুমের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেনের পর পরই এখন সংবাদ মাধ্যমের কেন্দ্রবিন্দুতে তাদের এই সেপারেশন। শোনা যাচ্ছে, বয়ফ্রেন্ড বুলগেরিয়ান টেনিস স্টার গ্রিগর দিমিত্রভের প্রতি মোহভঙ্গ হয়েছে মাশার।
ট্যুইটারে এক অপরকে আনফলো করে দিয়েছেন টেনিসের বহু দুই চর্চিত চরিত্র৷ সদ্য শেষ হওয়া ইউএস ওপেনে শারাপোভা-দিমিত্রভকে একবারের জন্য কাছাকাচি দেখা যায়নি৷ মরশুমের শেষ গ্র্যান্ড স্ল্যামের আগে বয়ফ্রেন্ড দিমিত্রভের সঙ্গে মিক্সড ডাবলসে কোর্টে নামার ইঙ্গিত দিয়েছিলেন ২৭ বছরের রুশ সুন্দরী৷ কিন্তু, পরে মাশা জানিয়ে দেন তারা এক সঙ্গে কোর্টে নামছেন না৷
কারণ হিসেবে মারিয়া বলেন, ইউএস ওপেনের মিক্সড ডাবলসে আমরা এক সঙ্গে কোর্টে নামছি না৷ গ্রিগর চাইলেও এমনটা হচ্ছে না৷ কারণ, আমরা মজা করতে চাই না৷ গ্রিগর আমার থেকে ভালো খেলোয়াড়৷ সুতরাং আমি নিজেকে ছোট করতে চাই না৷
প্রিয় গ্রিগরকে ছেড়ে ফ্লাশিং মেডোয় মিক্সড ডাবলসে পার্টানার হিসেবে জন ম্যাকেনরোকে নিয়ে কোর্টে নামতে আগ্রহী ছিলেন মাশা৷ দুজনেই চতুর্থ রাউন্ডে হেরে ফ্লাশিং মেডো থেকে বিদায় নেয়৷ ৩১ আগস্ট, ক্যারোলিন ওজনিয়াকির কাছে হারেন শারাপোভা৷ এর দুদিন পর গেল মনফিলসের কাছে হেরে ইউএস ওপেন থেকে বিদায় নেন দিমিত্রভ৷ ফ্লাশিং মেডো থেকে বিদায় নেওয়ার পর ট্যুইটারে নিজের ছবি পোস্ট করে টেনিসের গ্ল্যামার কুইন জানিয়ে দেন, উইকেন্ড একাই কাটাতে চান তিনি৷ দিমিত্রভও ট্যুইটারে জানিয়ে দেন, তিনি সামনে তাকাতে চান৷ এর পরই টেনিস দুনিয়া দুই সুপারস্টারের সর্ম্পকের সর্বশেষ অবস্থা জানতে ঝাপিয়ে পরে।
উল্লেখ্য, তাদের এই সম্পর্কটা সব সময় ভাঙ্গাগড়ার মধ্যে দিয়েই এগিয়ে গেছে। সর্বশেষ তাদের সম্পর্ক শুরু হয় ২০১২ তে।
খবর বিভাগঃ
খেলাধুলা
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়