স্টাফ রিপোর্টার, দিনাজপুর : দিনাজপুরের বোচাগঞ্জে তুলাই (রাখসি) নদীতে গোসল করতে গিয়ে দুই স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। লাশ দু’টি আজ সকালে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল। দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার কলাগাছি গ্রামের ফারুক আহম্মেদের মেয়ে ফারিয়া আহম্মেদ তৃণা (১৫) ও মাদ্রাসা রোর্ড এলাকার কাজী ওবাইদুল্লার মেয়ে সাজিয়া জাহান ত্বকী (১৫) এর ঘটেছে এ সলিল সমাধি। তারা দু’জনই সেতাবগঞ্জ আইডিয়াল একাডেমীর দশম শ্রেণীর ছাত্রী। জানা গেছে, সেতাবগঞ্জ আইডিয়াল একাডেমীর দশম শ্রেণীর ছাত্রী আখাপুর গ্রামের শাহেদুজ্জামানের মেয়ে প্রভা (১৫) অসুস্থতার কারণে কয়েকদিন ধরে স্কুলে আসনি। সোমবার স্কুল ছুটির পর ১০-১২ জন সহপাঠিসহ ফারিয়া আহম্মেদ তৃণা ও সাজিয়া জাহান ত্বকী তাকে দেখতে যায় তার বাড়ীতে। বিকাল ৫টার দিকে প্রভার বাড়ির পাশ দিয়ে প্রবাহিত তুলাই (রাখসি) নদীতে সকলে মিলে গোসল করতে নামে। খরস্রোতা এই নদীতে গোসল করতে নেমে সবাই উঠে আসলেও ফারিয়া আহম্মেদ তৃণা ও সাজিয়া জাহান ত্বকী উঠে আসতে পারেনি। এ সময় অন্যান্য সহপাঠীরা চিৎকার শুরু করলে গ্রামের মানুষ এসে নদীতে উদ্ধার অভিযানে নেমে পড়ে। অনেক খোজা খুঁজি করে না পেয়ে দিনাজপুর ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। দিনাজপুরের ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার করতে না পারায় পরে রংপুর ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। রংপুর ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল অনেক খোজা খুজির পর আজ মঙ্গলবার সকালে লাশ দু’টি উদ্ধার করতে সক্ষম হয়েছে। এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রউফ ম-ল, উপজেলা চেয়ারম্যান ফরহাদ হাসান ইগলু ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. জাফরুল্লাহ এ ঘটনা নিশ্চিত করেছেন।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়