Tuesday, September 16

হানিফকে লিগ্যাল নোটিশ পাঠালেন তারেক


স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফকে বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশে আল-কায়েদার যে ঘাঁটি গড়ার কথা শোনা যাচ্ছে, তার সঙ্গে তারেক রহমানের যোগসূত্র থাকার বিষয়টি অস্বাভাবিক নয়’ এমন বক্তব্য দেয়ায় হানিফকে এ নোটিশ দেন তিনি। তারেক রহমানের পক্ষে মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল ডাকযোগে এ নোটিশ পাঠান। তার এ বক্তব্য আগামী দুই সপ্তাহের মধ্যে প্রত্যাহার করে জনসম্মুখে ক্ষমা চাইতে বলা হয়েছে। অন্যথায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়