কানিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের মেয়ে চেলসি ক্লিনটন কন্যা সন্তানের মা হয়েছেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এক টুইটার বার্তায় এ খবর জানিয়েছেন চেলসি নিজেই। মেয়ের নাম শার্লট ক্লিনটন মেজভিনস্কি রাখা হয়েছে বলে ওই টুইটারে জানিয়েছেন ৩৪ বছর বয়সী চেলসি। তবে কবে তিনি মা হয়েছেন তা জানা যায়নি। ২০১০ সালে মার্ক মেজভিনস্কিকে বিয়ে করেন চেলসি। ২০১৪ সালের এপ্রিলে অন্তঃসত্ত্বা হওয়ার ঘোষণা দেন তিনি।
সাবেক ফার্স্ট ডটার চেলসি স্ট্যানফোর্ড, কলম্বিয়া ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। বর্তমানে তিনি তার বাবা-মার সঙ্গে ক্লিনটন ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠান চালাচ্ছেন। তার স্বামী মার্ক মেজভিনস্কি একজন ইনভেস্টমেন্ট ব্যাংকার।
২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিনটন লড়তে যাচ্ছেন— এমন কানাঘুষার মধ্যেই তার নানি হওয়ার খবর পাওয়া গেল। সূত্র : বিবিসি
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়