আক্তারুজ্জামান বাচ্চু, সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়া উপজেলার ঝিকরা গ্রামের গ্রীস্মকালীন টমেটো চাষ করে চাষী আব্দুস সাত্তার অভাবনীয় সফলতা অর্জন করেছেন। তার দেখাদেখি অনেক চাষী পুরাতন পদ্ধতির চাষাবাদ বাদ দিয়ে আধুনিক পদ্ধতিতে টমেটো চাষে এগিয়ে আসতে শুরু করেছেন। ব্র্যাক কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচির আওতায় কলারোয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে চাষীদের প্রযুক্তিগত সহযোগিতা দিয়ে আসছে। এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য, পরিবর্তিত জলবায়ু মোকাবিলা করে দেশের ক্ষুদ্র প্রান্তিক চাষীদের আয় বাড়ানো। কৃষি ও মৎস্য খাতে উৎপাদন বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশের আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনজনিত সৃষ্ট সমস্যা মোকাবিলার জন্য এলাকা উপযোগি শস্য বিন্যাস তৈরি, শস্য বহুমুখীকরণ, পরিবেশ বান্ধব টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ, চাষীদের মাঝে সচেনতনতামূলক জ্ঞান বৃদ্ধির জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রকল্পের আওতায় ঝিকরা গ্রামে কৃষকদের উন্নত প্রশিক্ষন প্রদান করে গ্রীষ্মকালীন টমেটোর আদর্শ ব¬¬ক গড়ে তোলে ব্র্যাক । সেখানে ব্যাপকভাবে টমেটোর চাষ শুরু হয়েছে। চাষী আব্দুস সাত্তার জানান, পহেলা রমজান থেকে তারা টমেটো বিক্রি শুরু করেন। প্রথমে তারা ৮০ টাকা কেজি দরে টমেটো বিক্রি করেন, যা ব্যাপক লাভের আশা জাগায়। ইতোমধ্যে ৫১ মন টমেটো ব¬ক থেকে বিক্রি করতে পেরেছেন তিনি। যার থেকে তাদের আয় এসেছে এক লক্ষ ৬৮ হাজার ২০০ টাকা। পরবর্তীতে ৬৫ টাকা কেজি দরে টমেটো বিক্রী হচ্ছে। এখনো কয়েক লক্ষ টাকা বিক্রী হবে এবং বিনিয়োগকৃত খরচের টাকা উঠানোর পাশাপাশি কয়েকগুণ মুনাফা করতে সক্ষম হবেন বলে তিনি প্রত্যাশা করেন। গ্রামটিতে ৪১ জন কৃষক ৩০ বিঘা জমিতে ব্যাপক হারে টমেটো চাষ করেছেন। কৃষকরা টমেটো বিক্রীর মুনাফা পেয়ে খুবই খুশি। কলারোয়া উপজেলা কৃষি কর্মকর্তা স্বপন কুমার খাঁ ব্লকটি পরিদর্শন করেন এবং কৃষকদের সাথে কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন ব্র্যাক কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচির সিনিয়র উপজেলা ম্যানেজার আতিয়ার রহমান, কর্মসূচি সংগঠক আঃ রশিদ, শাখা হিসাব কর্মকর্তা রাজন কুমার দাস। এছাড়াও ব্র্যাকের তত্বাবধানে কামারালী ব্লকে গ্রীষ্মকালীন টমেটোর আদর্শ ব¬ক গড়ে তোলা হয়েছে। চাষীরা জানান, ব্র্যাকের উদ্যোগে আজ আমরা এই সফলতার মুখ দেখতে পেয়েছি। আগামীতেও আরও ব্যাপক ভাবে টমেটো চাষে চাষীরা আত্মনিয়োগ করবে বলে তারা আশা ব্যক্ত করে তিনি বলেন, এতে কৃষদের জীবনযাত্রার মান উন্নয়ন ঘটবে বলে আমরা বিশ্বাস করি।
খবর বিভাগঃ
কৃষি বার্তা
ফিচার
সাফল্য
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়