Monday, September 15

বাড়ি রক্ষায় মওদুদ ক্ষমতাসীনদের খুশি করতে চান : রিজভী


স্টাফ রিপোর্টার : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদের সদ্য প্রকাশিত বই ‘বাংলাদেশ: ইমারজেন্সি এন্ড দ্য আফটারম্যাথ : ২০০৭-২০০৮’ এর কঠোর সমালোচনা করেছেন দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ। তিনি প্রশ্ন রেখে বলেছেন, নিজের বাড়ির রক্ষায় সরকারকে খুশি করতেই তিনি এ বই লিখেছেন?। আজ সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মওদুদ আহমদের বই সংক্রান্ত এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, দলীয় নয় আমি আমার ব্যক্তিগত মত দিচ্ছি। যারা দলছুট, আদর্শচ্যুত তাদের লেখা বইয়ের বক্তব্য দিয়ে কিছু যায় আসেনা। নিজেদের স্বার্থে সময়ের প্রয়োজনে যারা রং বদলায় মানুষের কাছে তারা ধরা পড়ে। রিজভী বলেন, চারদলীয় জোট সরকারের সঙ্গে জঙ্গিবাদের সম্পর্ক থাকলে তিনিও তো সে সময় মন্ত্রিসভায় ছিলেন। তাহলে তিনি কেন পদত্যাগ করলেন না। নিজের ছেলেদের প্রতি যদি খালেদা জিয়ার অনুকম্পা থাকতো তাহলে তিনি আগেই ছেলেদের বিদেশে পাঠিয়ে দিতেন। খালেদা জিয়া ওয়ান ইলেভেন সরকারের কথা না শোনার কারণেই তার ছেলেদের ওপর নির্যাতন হয়েছে, তারা এখনো খুড়িয়ে খুড়িয়ে চলছেন। ভারতীয় এক সাংবাদিকের উদ্ধৃতি দিয়ে রিজভী বলেন, যেসব নেতা সব সময় রঙ বদলায় তাদেরকে ফাস্টফুডের সঙ্গে তুলনা করেছিলেন ওই সাংবাদিক। কাক সাত সমুদ্র তের নদী পেরিয় গেলেও কাকই থাকে। কোন ডিগবাজ, আদর্শহীন ও দলছুট নেতার বইয়ে বিএনপির কিছুই আসে যায় না।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়