কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জে তিন খুনের মামলায় বোরহান উদ্দিন (৪৩)নামে এক ব্যক্তিকে মৃত্যুদ- দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার কিশোরগঞ্জের জেলা ও দায়রা জজ আ. ম. মো. সাঈদ আসামীর উপস্থিতিতে এ রায় দেন। সাজাপ্রাপ্ত বোরহান জেলার হোসেনপুর উপজেলার নামসিদলা গ্রামের মৃত সদর আলীর ছেলে। এর আগে বড়ভাই সোহরাব উদ্দিনকে হত্যার দায়ে তার যাবজ্জীবন সাজা হয়েছিল তার। সাজা ভোগশেষে মুক্তিপেয়ে গত বছরের পহেলা আগস্ট সে ছোট ভাই ফারুক মিয়ার স্ত্রী নাজমা, তার দুই ছেলে শাহজাহান ও লিমনকে মুগুর দিয়ে পিটিয়ে হত্যা করে। পুলিশ অভিযান চালিয়ে ওই দিনেই ঘাতককে গ্রেপ্তার করে। পরে আদালতে সে দোষ স্বীকার করে জবানবন্দি দেয়।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়