Thursday, September 18

উজবেকিস্তানের কাছে মামুনুলদের বড় হার


স্পোর্টস রিপোর্টার,ঢাকা: দক্ষিণ কোরিয়ার ইনচনে ১৭তম এশিয়ান গেমসের পুরুষ ফুটবলের নিজেদের দ্বিতীয় ম্যাচে এসে বেশ বড় ধরনের হার নিয়েই মাঠ ছাড়ল মামুনুলরা। উজবেকিস্তানের বিপক্ষে কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারলো না বাংলাদেশের ফুটবলাররা। উজবেকদের কাছে ৩-০ গোলে পরাজিত হয় লাল-সবুজ জার্সিধারীরা। খেলার ১৩ মিনিটেই উজবেকদের এগিয়ে দেন ভি.সোদিভ। আর ২০ মিনিটে তারই করা গোলে লিড দ্বিগুন করে বাংলাদেশ থেকে র‌্যাংকিংয়ে বেশ এগিয়ে থাকা দলটি। ২-০ তে এগিয়ে থেকে খেলার ৩৩ মিনিটে লোডভিক ডি ক্রুইফ শিষ্যদের আরো একটি লজ্জা পেতে হয় ভি.রাশিদোভ গোল করলে। খেলার বাকি সময় আর কোন গোল না হলে ৩-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় লাল-সবুজদের। ফলে বড় পরাজয়ের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় মামুনুলদের। এর আগে উজবেকিস্তানের সঙ্গে আগের চার সাক্ষাতেই বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এশিয়ান কাপের বাছাইয়ে জাতীয় দলের তিন লড়াইয়ের ফলাফল ছিল ৬-০, ৫-০, ৪-০। গত গুয়াংজু এশিয়ান গেমসে অনূর্ধ্ব-২৩ দল হেরেছে ৩-০ গোলে। ১৯৭৮ ব্যাংকক এশিয়াডে বাংলাদেশ প্রথম অংশ নেয় ফুটবলে। এর পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশ ফুটবল দল এই গেমসের প্রথম পর্ব পেরোতে পারেনি। নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ১-০ গোলে পরাজিত করে মামুনুল বাহিনী। এশিয়াডে নিজেদের শেষ ম্যাচে আগামী ২২ সেপ্টেম্বর হংকংয়ের মোকাবেলা করবে বাংলাদেশ। কোয়ার্টার ফাইনালে খেলতে হলে এই ম্যাচে জেতা ছাড়া আর কোন বিকল্প নেই।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়