তথ্য প্রযুক্তি ডেস্ক:
মাইক্রোসফটের স্কাইপ সম্প্রতি স্ন্যাপচ্যাটের মতো একটি অ্যাপ্লিকেশন উন্মুক্ত করেছে। স্কাইপ কিউইক নামের এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে স্মার্টফোন থেকে ভিডিও বার্তা আদান-প্রদান করা যাবে।
যাঁদের স্কাইপ ব্যবহার করে দীর্ঘ সময় কথাবার্তা বলার সুযোগ কম, তাঁরা স্কাইপ কিউইক নামের এই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করে ৪২ সেকেন্ডের ভিডিও পাঠাতে পারবেন। অ্যাপ্লিকেশনটি গুগল প্লে স্টোর, অ্যাপ স্টোর ও উইন্ডোজ ফোন স্টোরে পাওয়া যাবে। টেলিগ্রাফ অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
মাইক্রোসফট জানিয়েছে, কিউইক অ্যাপ্লিকেশনটির ব্যবহার সহজ। অ্যাপ্লিকেশনটি ডাউনলোডের পর মোবাইল নম্বর দিয়ে নিবন্ধন করতে হয়, এরপর কন্টাক্ট তালিকায় যাঁকে পাঠানো হবে তার নম্বর নির্বাচন করে মোবাইলের সামনের বা পেছনের ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করে পাঠালেই হয়।
এতে গ্রুপ বার্তা বা একাধিকজনের কাছেও বার্তা পাঠানো যায়। তবে এই বার্তা স্ন্যাপচ্যাট অ্যাপ্লিকেশনের মতো নির্দিষ্ট সময় পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে।
স্কাইপ কর্তৃপক্ষ জানিয়েছে, প্রেরক ও প্রাপক উভয়ের কাছেই কিউইক ব্যবহার করে পাঠানো ভিডিও বার্তা দুই সপ্তাহ পর্যন্ত থাকবে। তবে ব্যবহারকারী চাইলে ভিডিও দেখে বা না দেখেও যেকোনো সময় এটি মুছে দিতে পারবেন।
স্কাইপ জানিয়েছে, দ্রুত যোগাযোগের জন্যই তাঁদের এই সেবাটি। যদি কোনো ব্যবহারকারীর কাছে ভিডিও বার্তা পাওয়ার জন্য জবাব দেওয়ার জন্য বা ভিডিও রেকর্ড করার সময় না থাকে, তবে তিনি ‘কিউইক ফ্লিক’ নামের পাঁচ সেকেন্ডের পূর্বনির্ধারিত একটি ভিডিও বার্তা পাঠাতে পারবেন। এতে ইমোটিকনের মতো বিভিন্ন অনুভূতি প্রকাশক ভিডিও রয়েছে। এই অ্যাপ্লিকেশনে বেশ কয়েকটি কিউইক ফ্লিক রয়েছে। অবশ্য ব্যবহারকারী নিজে নিজে কিউইক ফ্লিক তৈরি করেও রাখতে পারবেন।
খবর বিভাগঃ
তথ্য প্রযুক্তি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়