Thursday, September 18

বিএনপি চেয়ারপারসনের কার্যালয় ঘেরাও


স্টাফ রিপোর্টার : ছাত্রদলের সম্ভাব্য নতুন কমিটি নিয়ে তলে তলে ক্ষোভ ছিল আগে থেকেই। আজ সেই ক্ষোভ প্রকাশ্যে রূপ নিলো। নতুন কমিটির সম্ভাব্য নেতাদের বিরুদ্ধে ছাত্রদলের একটি গ্রুপ আজ দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেছে। এতে কয়েকশ ছাত্রদলকর্মী অংশ নেয়। বিক্ষোভকারীরা ছাত্রদলের নতুন কমিটিকে বিএনপির ছাত্রদল বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকুর “পকেট কমিটি” হিসেবে আখ্যায়িত করে তা প্রত্যাখ্যান করে নানা ধরনের স্লোগান দেয়। ছাত্রদলের নতুন কমিটিতে সভাপতি হিসেবে রাজিব আহসান, সাধারণ সম্পাদক হিসেবে আকরামুল হাসান আকরাম, সিনিয়র সহ-সভাপতি হিসেবে আসাদুজ্জামান আসাদ, যুগ্ম সাধারণ সম্পাদক ওহাবের নাম চূড়ান্ত বলে জানা গেছে। বিষয়টি জানাজানি হওয়ার পর আজ রাত সাড়ে আটটার দিকে হঠাৎ করে চার শতাধিক ছাত্রদল নেতা-কর্মী বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে জড়ো হয়ে এ্যানী ও টুকুর বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকে। তারা অভিযোগ করেন, ছাত্রদলের নতুন কমিটি করার দায়িত্বপ্রাপ্ত এই দুই নেতা বিএনপি চেয়ারপার্সনকে ভুল বুঝিয়ে এমন কিছু লোককে ছাত্রদল পরিচালনার দায়িত্ব দেয়া হয়েছে যাদের সঙ্গে ছাত্রদলের কোনো সম্পৃক্ত নেই। ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়