Thursday, September 18

হরতাল: ঢাকায় ঢিলেঢালা বাইরে বিচ্ছিন্ন সহিংসতা


স্টাফ রিপোর্টার : জামায়াতের নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ডের প্রতিবাদে দলটির ডাকা দুই দফার ৪৮ ঘন্টা হরতালের প্রথম দিন ঢিলেঢালা ভাবে পালিত হচ্ছে। রাজধানীতে সকাল থেকেই জনজীবন প্রায় স্বাভাবিক। বিপুল সংখ্যক বাস, সিএনজি অটোরিক্সসহ বিভিন্ন যানবাহন চলাচল করছে। মিরপুরে শিবির কর্মীরা মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ লাঠি চার্জ করে। এসময় দুই শিবির কর্মীকে গ্রেপ্তার করা হয়। রেল এবং নৌ যোগাযোগ স্বাভাবিক রয়েছে। তবে ঢাকা থেকে দূরপাল্লার কোন যানবাহন ছেড়ে যায়নি। দেশের কয়েকটি জেলায় বিচ্ছিন্ন সহিংসতার খবর পাওয়া গেছে। গাজীপুর জেলা সদর থানা গেটের সামনে ককটেল বিস্ফোরন এবং রেল লাইনে তুলার স্তুপ রেখে আগুন জ্বালিয়েছে জামায়াত-শিবির কর্মীরা। কুমিল্লার দেবিদ্বারে তুলাবাহী ট্রাকে আগুন দিয়েছে পিকেটাররা। নারায়ণগঞ্জে জামায়াত শিবির কর্মীরা অন্তত ১০টি যানবাহন ভাঙচুর করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টায় শহরের গলাচিপা এলাকা থেকে শিবিরের ৩০-৪০ জন কর্মী লাঠিসোঁটা নিয়ে মিছিল বের করে। তারা বঙ্গবন্ধু সড়ক ইটপাটকেল ও বাঁশ ফেলে অবরোধ করে রাখে। পরে মিছিল করে হরতালের পক্ষে শ্লোগান দেওয়ার সময় পুলিশ বাধা দেয়। এ সময় তারা একটি কাভার্ডভ্যান, দুটি সিএনজিচালিত অটোরিকশা, পিকআপ ভ্যান, বাসসহ ১০টি যানবাহন ভাঙচুর করে। বুধবার সুপ্রিম কোর্ট দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে তার বিরুদ্ধে আমৃত্যু কারাদণ্ডের রায় দেয়। এ রায়ের প্রতিবাদে জামায়াত বৃহস্পতিবার ও রোববার ৪৮ ঘন্টার হরতাল আহবান করে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়