স্পোর্টস রিপোর্টার,ঢাকা: কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে চার দিনের ম্যাচটি জিতে নিয়েছে বাংলাদেশ এ দল। সফরকারী জিম্বাবুয়ে এ দলকে তারা হারিয়েছে ৬ উইকেটে।
এ ম্যাচে বাংলাদেশ এ দলকে নেতৃত্ব দেন নাঈম ইসলাম। তবে, দলের জয়ে দারুণ ভূমিকা রেখেছেন বাঁহাতি স্পিনার সাকলাইন সজিব। প্রথম ইনিংসে ৯ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে তিনি নেন আরো ৬ উইকেট।
প্রথম শ্রেণীর ক্রিকেটে বাংলাদেশের ইতিহাসে বিরল ঘটনা এবং রেকর্ড গড়ে সজিব ১৩২ রানের বিনিময়ে মোট ১৫টি উইকেট দখল করেন। প্রথম ইনিংসে তিনি ৮২ রানে ৯টি এবং দ্বিতীয় ইনিংসে ৫০ রানে ৬টি উইকেট নেন সজিব। এ স্পিনারের এর আগে ১১৩ রানে ১৩ উইকেট ছিল সেরা বোলিং।
সজিবের বোলিং জাদুতে প্রথম ইনিংসে মাত্র ২০৬ রানেই অল-আউট হয়েছিল সফরকারীরা। জবাবে মন্থর ব্যাটিংয়ে পরিচয় দিয়ে স্বাগতিকরা প্রথম ইনিংসে করেছিল ২১১ রান।
মাত্র ৫ রানের লিড নিতে পারা বাংলাদেশ এ দলের বিপক্ষে জিম্বাবুয়ে এ দল দ্বিতীয় ইনিংসেও সজিবের জাদুতে কুপোকাত হয়ে পড়ে। মাত্র ১০৮ রান করেই তাদের ইনিংস গুটিয়ে যায়।
১০৫ রানের জয়ের টার্গেটে ব্যাটিংয়ে নেমে লিটন কুমারের ৪২ রানে ভর করে এবং নাঈম-ফরহাদের ৩৩ রানের ছোট জুটিতে জয় পায় বাংলাদেশের যুবারা। ৪ উইকেট হারিয়ে ৬ উইকেটের জয় তুলে নেয় নাঈমবাহিনী। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন সজিব।
Wednesday, September 17
এ সম্পর্কিত আরও খবর
শিবনগর ইয়াং স্টার স্পোর্টিং ক্লাবের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ননিজস্ব প্রতিবেদক :কানাইঘাট পৌরসভার শিবনগর ইয়াং স্টার স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত তৃতীয় মিডবার
‘খেলোয়াড় সাকিবের যথাযথ নিরাপত্তা নিশ্চিত’ ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগামী মাসে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে চান সাকিব আল হাসান।
তামাক নিয়ন্ত্রণে জাতীয় পুরস্কার পেলেন কানাইঘাটের জসীমনিজস্ব প্রতিবেদক :জাতীয় তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমে প্রশংসনীয় অবদান রাখায় এই বছর ৯টি ক্যাটাগরিতে সর্
হজে গিয়ে মারা গেলে করণীয় কী? ছবি: অন্তর্জালইসলাম ধর্মের পঞ্চস্তম্ভের চতুর্থ রোকন হলো হজ। তাই সামর্থ্য থাকলে অযথা অবহেলা বা
টি-২০ বিশ্বকাপে ব্যবহৃত হবে স্মার্ট রিপ্লে পদ্ধতি সময় যত গড়াচ্ছে, ক্রিকেটে তত বেশি বৃদ্ধি পাচ্ছে প্রযুক্তির ব্যবহার। এরই ধারাবাহিকতায় সংযুক্ত আ
করোনা আক্রান্ত নন জাভেদ ওমর, তামিমের দুঃখ প্রকাশ কানাইঘাট নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওপেনার তামিম ইকবাল ভুল তথ্য প্রকাশ করায় সাব
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়