Wednesday, September 17

রায় মেনে নিয়েছে ১৪দল


স্টাফ রিপোর্টার : জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিলের রায় মেনে নিয়েছে ১৪ দল। দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের এক সভা শেষে এমন প্রতিক্রিয়া জানিয়েছেন জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ১৪দল আশা করেছিল সাঈদীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বহাল থাকবে। তবে সর্বোচ্চ আদালত যে রায় দিয়েছে তার প্রতি আমাদের শ্রদ্ধা আছে। রায় বিষয়ে আতাঁতের প্রশ্ন উঠেছে এমন প্রশ্নে নাসিম বলেন, আঁতাতের কথা যারা বলে তারা জ্ঞানপাপী। তারা না বুঝে এসব কথা বলে। জামায়াতের হরতাল নিয়ে তিনি বলেন, হরতালে মানুষের সমর্থন নেই। এটা মানুষ রাজনৈতিকভাবে মোকাবিলা করবে। আইনও তার গতিতে চলবে। ষোড়শ সংশোধনীর বিষয়ে ১৪ দলেল মুখপাত্র বলেন, দেশের স্বাধীনতার পর ৭২ এর সংবিধান সবচেয়ে বড় অর্জন। সেই ৭২ এর সংবিধান ক্ষত বিক্ষত করা হয়েছে। আমাদের লক্ষ্য ৭২ এর সংবিধানে ফিরে যাওয়া। তারই অংশ হিসেবে সংসদে বিচারপতিদের অভিসংসনের ক্ষমতা সংসদে দেয়ার জন্য সংবিধান সংশোধনী বিল আকারে সংসদে উঠবে, আশা করছি এটি পাশও হবে। সকাল সাড়ে ১১ টায় শুরু হওয়া ওই বৈঠকে সভাপতিত্ব করেন মোহাম্মদ নাসিম। এতে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, ডা. দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নূরুর রহমান সেলিম, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক শরিফ নূরুল আম্বিয়া, কার্যকরী সভাপতি মঈনুদ্দিন খান বাদল, আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়