কানিউজ ডেস্ক: আজ বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৬৪তম জন্মদিন। মোদি ১৯৫০ সালের এই দিনে গুজরাটের মেহসানা জেলার বাদনগরের একটি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন।
নরেন্দ্র দামোরদাস মোদি ছিলেন দামোরদাস মুলচাঁদ ও হীরাবন দম্পতির ছয় সন্তানের মধ্যে তৃতীয়। শৈশবে বাদানগর রেলওয়ে স্টেশনে বাবা ও ভাইকে চা বিক্রির কাজে সহায়তা করতেন।
প্রধানমন্ত্রী হওয়ার পর এটিই তার প্রথম জন্মদিন। জন্মদিনে মা-র সঙ্গে দেখা করে আশীর্বাদ নিলেন নরেন্দ্র মোদি। নিরাপত্তার বাড়াবাড়ি ছাড়াই আজ গান্ধীনগরে মা-র কাছে যান তিনি। জন্মদিনে লাড্ডু খাইয়ে ছেলের হাতে পাঁচ হাজার এক টাকা দেন প্রধানমন্ত্রীর মা হীরা বেন। কাশ্মীরের বন্যাত্রাণে সেই টাকা পাঠিয়ে দিচ্ছেন মোদি।
৬৪তম জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। উপরাষ্ট্রপতিও প্রধানমন্ত্রীকে তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানান। শুভেচ্ছাবার্তা এসেছে জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের কাছ থেকেও। সন্ধেয় সবরমতীর তিরে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংকে নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গুজরাতের মাটি থেকেই তাঁর ভারত সফর শুরু করছেন চিনের প্রেসিডেন্ট।
কৈশোর-তারুণ্য পেরোনোর পথে পথে মোদি যে কখন রাজনীতির মাঠের তুখোড় খেলোয়াড় হয়ে ওঠেন সেটা যেন নিজেই বুঝে উঠতে পারেননি। চা দোকানি থেকে সাধু, আর সাধু থেকে গত কমাস আগের নির্বাচনের মাধ্যমে ভারতের মতো বিশ্বের নয়াশক্তিধর রাষ্ট্রের সরকার প্রধান হয়ে ওঠেন মুলচাঁদ ও হীরাবন দম্পতির সুবোধ বালকটি।
বুধবার মোদি যখন ৬৪তম জন্মদিন পার করছেন, তখনও তার সময় কাটছে দারুণ ব্যস্ততার মধ্য দিয়ে। এ দিন ভারত সফরে আসছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এশিয়ার মহাশক্তিধর রাষ্ট্রের প্রধানকে স্বাগত জানাতে ইতোমধ্যে আহমেদাবাদে অবস্থান করছেন মোদি। এবারের জন্মদিনটা রাষ্ট্রীয় অতিথিদের নিয়েই কাটাচ্ছেন তিনি।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়