Monday, September 15

মোবাইল ফোন ব্যবহারে ১% সারচার্জ


স্টাফ রিপোর্টার : মোবাইল ফোনের সেবার ওপর ১ শতাংশ হারে সারচার্জ আরোপের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার মন্ত্রিসভার বৈঠকে জাতীয় রাজস্ব বোর্ডের এই প্রস্তাব অনুমোদন করা হয়। বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের বলেন, “মোবাইল অপারেটর কর্তৃক সিম বা রিম কার্ড ব্যবহারের মাধ্যমে প্রদত্ত সেবার বিনিময়ে প্রাপ্ত সমুদয় অর্থের ওপর ১ শতাংশ হারে সারচার্জ আরোপের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।” এ বাবদে পাওয়া রাজস্ব ব্যয় করা হবে শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নে। সুনির্দিষ্ট কোনো খাতে জনগণের কাছ থেকে অর্থ তুলতে সারচার্জ আরোপ করে সরকার। এক সময় যমুনা সেতু তৈরিতে সরকার সারচার্জ আরোপ করেছিল। তখন বাস-ট্রেনের টিকিট, সিনেমার টিকিট কাটার সময় অতিরিক্ত টাকা নেয়া হতো, যা যমুনা সেতুর তহবিলে যেত। চলতি বছর প্রস্তাবিত বাজেটে মোবাইল ফোন ব্যবহারের ওপর সারচার্জ আরোপের কোনো প্রস্তাব ছিল না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তৃতায় শুল্ক আরোপের কয়েকটি প্রস্তাব পুনর্বিবেচনার এবং মোবাইল ফোনের ব্যবহারের ওপর সারচার্জ আরোপের এই প্রস্তাব করেন। তিনি বলেন, “মোবাইল ফোনের আমদানির ওপর শুল্ক কিছুটা হ্রাস করতে পারেন। মোবাইল ফোনের ব্যবহারের ওপর সারচার্জ বসাতে পারেন। এ থেকে যে রাজস্ব আসবে সেটা শিক্ষা ও স্বাস্থ খাতের উন্নয়নে ব্যবহার করতে পারি।” প্রধানমন্ত্রীর এ প্রস্তাব গ্রহণ করে অর্থমন্ত্রী মোবাইল ফোন ব্যবহারের ওপর সারচার্জ আরোপের ঘোষণা দেন এবং অর্থবিলে তা পাস হয়। তবে কী হারে-কীভাবে এটা আদায় করা হবে সে বিষয়ে তখন কোনো সিদ্ধান্ত হয়নি। সরকারের ওই সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় রাজস্ব বের্ডের ভ্যাট বিভাগ ১ শতাংশ সারচার্জ আরোপের প্রস্তাব রেখে একটি সারসংক্ষেপ অর্থ মন্ত্রণালয়ে পাঠায়। মন্ত্রিসভার অনুমোদন পাওয়ায় প্রজ্ঞাপন জারি করে এখন তা কার্যকর করা হবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়