Wednesday, September 17

সাঈদীর আমৃত্যু কারাদণ্ড


বিশেষ প্রতিনিধি : যুদ্ধাপরাধ মামলায় আপিল বিভাগের দেয়া চূড়ান্ত রায়ে সাজা কমেছে জামায়াতের নায়েবে আমীর মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদীর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ডের রায় কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আপিল বিভাগ। পাঁচ মাস অপেক্ষমাণ থাকার পর আজ সকাল ১০টায় এ রায় ঘোষণা করা হয়। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ এ রায় ঘোষণা করেন। বেঞ্চের অন্য সদস্যরা হলেন বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, বিচারপতি মো. আবদুল ওয়াহহ্াব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী। আপিল বিভাগের আজকের কার্যতালিকায় বিষয়টি এক নাম্বারে ছিল। রায়কে ঘিরে গত রাত থেকেই সারা দেশে টান টান উত্তেজনা বিরাজ করছে। দেশের বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন করা হয়েছে। গত বছরের ২৮ ফেব্রুয়ারি যুদ্ধাপরাধ মামলায় সাঈদীর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়