Wednesday, September 17

ছাত্রদল সভাপতি জুয়েলসহ ৫ জনের বিরুদ্ধে চার্জগঠন


স্টাফ রিপোর্টার : তথ্যমন্ত্রীর হাসানুল হক ইনুর বাসায় ককটেল বোমা বিস্ফোরণের ঘটনায় দায়েরকৃত মামলায় ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলসহ পাঁচজনের বিরুদ্ধে চার্জগঠন করেছে আদালত। ঢাকার ১০ নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মাসুদ পারভেজ মঙ্গলবার আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে এই চার্জগঠনের আদেশ দেন। চার্জগঠন করা ওপর আসামিরা হলেন, রাজধানীর তিতুমীর কলেজের ছাত্রদল নেতা মাহবুবুল আলম মাহবুব, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সদস্য আকিল মাহমুদ বাবু, ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের সিনিয়র সহ-সভাপতি শরিফ উদ্দিন জুয়েল ও মিরপুর থানা ছাত্রদলে সহ-সভাপতি ফিরোজ মিয়া। গত বছরের ২২ সেপ্টেম্বর ছাত্রদলের সভাপতি আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলসহ পাঁচ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেয় গোয়েন্দা পুলিশের (ডিবি) ইন্সপেক্টর নিবারণ চন্দ্র বর্মন। ২০১৩ সালের ৯ জুন দুপুরে তথ্যমন্ত্রীর রাজধানীর দারুস সালাম এলাকার বাসভবনে ককটেল বিস্ফোরণ ঘটে। ওই সময় মন্ত্রীর স্ত্রীসহ পরিবারের অন্য সদস্যরা বাসায় ছিলেন। এতে বাসার জানালার কয়েকটি কাচ ভেঙে গেলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ওই দিনই দারুস সালাম থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলাটি দায়ের করে পুলিশ। আসামি মাহবুবুল আলম মাহবুব ও আকিল মাহমুদ বাবু ২০১৩ সালের ২৪ জুন রাতে গ্রেফতার হন। আসামিদের রিমান্ডে নেয়া হলে তারা গত ৩০ জুন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়