Thursday, September 18

বাজারে প্রথমবার ৫১২ জিবি'র মেমরি কার্ড


কানিউজ ডেস্ক: স্যানডিস্কের ৫১২ জিবির মেমরি কার্ড বাজারে আসতে চলেছে। সংস্থা সূত্রে জানা গেছে, বিশ্বের সবচেয়ে বেশি স্পেসের মেমরি কার্ড এটি। কার্ডটিতে ৩০ ঘণ্টার এইচডি ভিডিও সংরক্ষণ করা যাবে। প্রধানত '৪ কে' মাধ্যমে সিনেমা নির্মাণকারীদের কথা মাথায় রেখেই এই কার্ড বাজারে আনা হয়েছে। এইচডি তুলনায় '৪ কে' মাধ্যমে ভিডিও তৈরির প্রচলন এখন অনেক বেশি। পাশাপাশি ৪কে মাধ্যমে তৈরি হওয়া ভিডিওর রেজোলিউশন এইচডির তুলনায় অনেক বেশি। আর তার ফলে খুব স্বাভাবিকভাবেই বেশি মেমোরির দরকার হয়। সেই কথা মাথায় রেখেই এই কার্ড বাজারে আনার কথা ভাবা হয়েছে সংস্থার পক্ষ থেকে। বিশেষজ্ঞদের ধারণা স্যান্ডডিস্ক খুব তাড়াতাড়ি দু'টিবির মেমোরি কার্ডও বাজারে আনবে। তবে এই ৫১২ জিবির মেমোরি কার্ডটি কিনতে গ্রাহকদের খরচ করতে হবে ৮০০ ডলার।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়