Tuesday, September 16

জলদস্যুদের কবল থেকে মুক্তি পাওয়া ৭ নাবিককে অনুদান দিল সরকার


সচিবালয় প্রতিবেদক : সোমালীয় জলদস্যুদের কবল থেকে মুক্তি পাওয়া সাত বাংলাদেশী নাবিকদের ৫ লাখ টাকা করে অনুদান দিল সরকার। মঙ্গলবার সচিবালয়ে নৌ পরিবহন মন্ত্রণালয়ে সম্মেলন কক্ষে সমুদ্র পরিবহন আয়োজিত এক অনুষ্ঠানে নবিকদের হাতে ৫ লাখ টাকার চেক তলে দেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিযার আলম। নৌ পরিবহন মন্ত্রী বলেন, ২০১০ সালে ২৬ নভেম্বর মালয়েশিয়ার পতাকাবাহি একটি জাহাজ আটক করে সোমালিয়া জলদস্যুরা। এ জাহাজেই দীর্ঘ সাড়ে তিন বছর আটকে রাখা হয় বাংলাদেশী সাত নাবিকে। মন্ত্রী বলেন, আইএমও এবং বিভিন্ন এনজিওদের সহায়তায় গত ১২ জন ২০১৪ তারিখে মুক্তি পেয়ে দেশে আসে।কিন্তু ২০১৩ সালে এই জাহাজটি ডুবে যায়। এর মধ্যে ভারতে ৪জন মারা যায। ভাগ্যক্রমে বাংলাদেশী এ নাবিকরা প্রানে বেচে যান। তাদের উদ্ধারের জন্য বাংলাদেশ সরকার অনেক পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, নাবিকরা আটক থাকায় তাদের পরিবার সামাজিকও অর্থনীতিক ভাবে ক্ষতিগ্র্স্ত হয়েছে। একারণে মানবিক দিক বিবেচনা করে নাবিক কল্যাণ তহবিলের মাধ্যমে প্রত্যক নাবিককে ৫ লাখ টাকা করে মোট : ৩৫ লাখ টাকা দেয়া হয়েছে। মন্ত্রী বলেন, যে যেহেতু তারা সাতে তিন বছর আটক ছিল এসময় টিকে সি-টাইমস বিবেচনা করা সুযোগ না থাকলেও এসব নাবিকের ক্ষেত্রে বিবেচনা করা হবে। তাদের নতুন করে চাকুরির ক্ষেত্রে। অনুদান প্রাপ্ত সাত নাবিক হলেন. গোলাম মোস্তফা, আমিনুল ইসলাম, হাবিবুর রহমান, জাকির হোসাইন, লিমন সরকার, আবুল কাশের সরদার ও নুরুল হক।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়