স্পোর্টস রিপোর্টার,ঢাকা:অবশেষে জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লিগে চতুর্থ ম্যাচে এসে কুইন্স পার্ক রেঞ্জার্সকে হারিয়েছে লুইস ফন গালের শিষ্যরা। ওল্ড ট্রাফোর্ডে ৪-০ গোলে লুইস ফন গালের শিষ্যরা হারিয়েছে কুইন্স পার্ক রেঞ্জার্সকে।স্বাগতিকদের ৪-০ গোলের জয়ে প্রতিপক্ষের জাল খুঁজে পান আনহেল দি মারিয়া, ওয়েইন রুনি, আন্দের এররেরা ও হুয়ান মাতা।
আগের ম্যাচে সর্বোচ্চ ব্রিটিশ ট্রান্সফার ফির রেকর্ড গড়ে ম্যান ইউতে নাম লেখানো আর্জেন্টাইন তারকা অ্যাঞ্জেল ডি মারিয়ার অভিষেক হলেও এ ম্যাচের মধ্য দিয়ে তিনি প্রথম গোল করেন। ম্যাচের ২৪ মিনিটেই গোল করে দলকে লিড এনে দেন ডি মারিয়া। ৩০ গজ দূর থেকে তার নেওয়া শটে গোল হয়। আর ৩৬ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন অ্যান্ডার হেরেরা। হেরেরার গোলে সহায়তা করেন অধিনায়ক রুনি। আর হেরেরার সহায়তায় ৪৪ মিনিটে দলের তৃতীয় গোলটি করেন ম্যান ইউয়ের অধিনায়ক ওয়েইন রুনি। এ গোলের মধ্য দিয়ে তিনি রেড ডেভিলদের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে তৃতীয় সর্বোচ্চ গোলদাতার আসনে বসেছেনে।
mata_3038157b
৪৪১ ম্যাচ খেলে ২৬০টি গোল করে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি রয়েছে আরেক ইংলিশ সাবেক ফুটবলার অ্যালান শিয়েরার। আর ১৭৫ গোল করে এতোদিন এককভাবে তৃতীয় স্থানে থাকা থিয়েরি অরিকে এবার ছুঁলেন রুনি। ম্যাচের ৫৮ মিনিটে হুয়ান মাতার গোলে চার গোলে এগিয়ে যায় ফন গাল শিষ্যরা। এবারে গোলের অ্যাসিস্টে মূল ভূমিকা রাখেন ডি মারিয়া।
এ ম্যাচের মধ্য দিয়ে ম্যান ইউয়ে অভিষেক ঘটেছে রাদামেল ফ্যালকাও, মার্কোস রোহো এবং ডেলি ব্লাইন্ডের।
মোনাকো থেকে ধারে ম্যানচেস্টার ইউনাটেডে আসা রাদামেল ফালকাওকে দ্বিতীয়ার্ধে মাঠে নামিয়েছিলেন ফন গাল। গোল পাননি কলম্বিয়ার এই তারকা স্ট্রাইকার।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়