Friday, September 26

স্বাস্থ্যসেবায় ডিজিটাল ইকুইপমেন্ট


উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ওবেসিটির মতো অসুখের প্রকোপ বিশ্বব্যাপী দিন দিন বেড়েই চলেছে। উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের স্থায়ী কোনো প্রতিকার নেই; কিন্তু চাইলে এ রোগগুলো আপনি নিয়ন্ত্রণে রেখে থাকতে পারেন সুস্থ ও স্বাভাবিক। সেজন্য প্রয়োজন এ অসুখগুলোর নিয়মিত পর্যবেক্ষণ করা। আর এ নিয়মিত পর্যবেক্ষণের জন্য দরকার সহজ পদ্ধতির মেডিকেল ইকুইপমেন্ট, যার মাধ্যমে হাসপাতাল বা ক্লিনিকে চিকিৎসকের কাছে না গিয়ে চাইলে ঘরে বসে নিজেই নিজের অসুখগুলো পর্যবেক্ষণ করতে পারবেন। আর এ সহজ পদ্ধতিরই মেডিকেল ইকুইপমেন্ট বাংলাদেশের বাজারে এনেছে ওমরন হেলথকেয়ার বাংলাদেশ লিমিটেড। বাংলাদেশে ওমরনের যাত্রা শুরু ২০১৩ সালে। ওমরন জাপানি বহুজাতিক মেডিকেল ইকুইপমেন্ট কোম্পানি। বিশ্বের প্রায় ১১০টি দেশে ওমরনের পণ্য চলছে। ওমরনের পণ্যের তালিকায় রয়েছে ডিজিটাল ব্লাডপ্রেশার মেশিন, বস্নাড গ্লুকোজ মনিটর মেশিন, নেবুলাইজার, ডিজিটাল থার্মোমিটার, ওজন মাপার ডিজিটাল মেশিন, বডি ফ্যাট মনিটর, ইলেকট্রনিক্স নার্ভ স্তিমুলেটর, পেডোমিটারসহ বিভিন্ন রোগ পর্যবেক্ষণের ডিজিটাল মেশিন। ওমরনের এসব পণ্যের মধ্যে ডিজিটাল ব্লাডপ্রেশার মেশিন বিক্রির দিক থেকে বিশ্বের এক নম্বর অবস্থানে রয়েছে। রোগ পর্যবেক্ষণের জন্য ওমরনের এসব ডিজিটাল মেশিন ব্যবহার যেমন সহজ, তেমনি দামেও সাশ্রয়ী। এছাড়া ওমরনের এসব পণ্য দুই ধরনের রয়েছে। একটি আছে হাসপাতাল বা ক্লিনিকে ব্যবহারের জন্য, আরেকটি আছে ঘরে ব্যবহারের জন্য। ফলে যে কেউ সহজে ঘরে বসে নিজেই নিজের রোগ পর্যবেক্ষণ করতে পারবেন। গুণগতমানের জন্য ওমরনের পণ্য ব্রিটিশ হাইপারটেনশন সোসাইটি, এএএমআই, এফডিএসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের স্বীকৃতি পেয়েছে। ওমরনের এসব পণ্য কেনা যাবে ট্রান্সকম ডিজিটালশপের ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, কুমিল্লার শাখা থেকে, দেশের স্বনামধন্য মেডিকেল ইকুইপমেন্টের দোকান ও বিভিন্ন ফার্মেসি থেকে। এছাড়া ঢাকার মিরপুর রোডে রয়েছে ওমরনের নিজস্ব বিক্রয়, প্রদর্শনী ও সার্ভিস সেন্টার। ওমরনের পণ্য কিনলে এক বছরের ওয়ারেন্টি পাওয়া যাবে। এছাড়া কোনো সমস্যা হলে সর্বোচ্চ্ এক সপ্তাহের মধ্যে সার্ভিসিং করে দেয়া হবে। ওমরন হেলথ কেয়ার বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর জনটান কে সোন ও জেনারেল ম্যানেজার সুসকে সুজিউরা জানান, ইউরোপ, আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে ওমরনের ডিজিটাল পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। ওমরনের এসব মেডিকেল ইকুইপমেন্ট প্রস্তুত করতে ব্যবহার করা হয়েছে উন্নত প্রযুক্তি। আর এসব মেশিন দৈনন্দিন ব্যবহার করে একজন মানুষ থাকতে পারেন সচেতন এবং নিয়ন্ত্রণ করতে পারেন অনাকাঙ্ক্ষিত কোনো রোগ, যেমন-হার্ট অ্যাটাক, স্ট্রোক, হাইপোগ্লাইসিমিয়া, ওবেসিটি ইত্যাদি। এছাড়া যদি কেউ উচ্চ রক্তচাপের রোগী হয়ে থাকেন, তাহলে তিনি ঘরে বসে ওমরনের ডিজিটাল বস্নাডপ্রেশার মেশিনের মাধ্যমে নিজেই মেপে নিতে পারেবেন নিজের বস্নাডপ্রেশার এবং বুঝতে পারবেন কখন ডাক্তারের কাছে যেতে হবে অথবা তার ওষুধ কাজ করছে কিনা। এছাড়াও ডিজিটাল বস্নাড গ্লুকোজ মনিটরের মাধ্যমে যে কেউ জানতে পারবেন তার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে কিনা। এজমা অথবা শ্বাসকষ্ট প্রতিকারের ওষধ প্রয়োগে ওমরনের রয়েছে ভার্চুয়াল ভালভ টেকনোলোজির উন্নত নেবুলাইজার, যা ব্যবহারের দিক থেকে অনেক সহজ এবং ওষুধের অপচয় রোধের মাধ্যমে সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে থাকে। ওমরনের রয়েছে মারকারি ফ্রি ডিজিটাল থার্মোমিটার, যার মাধ্যমে মডেল ভেধে এক সেকেন্ড থেকে ৬০ সেকেন্ডের মধ্যে জেনে নেয়া যায় শরীরের তাপমাত্রা। ওমরনের বডি ফ্যাট মনিটরের মাধ্যমে জানা যাবে শরীরের ওজন এবং বিভিন্ন অংশের চর্বির পরিমাণ, বডি মাস ইনডেঙ্ (ইগও) ইত্যাদি। ওমরনের পেডোমিটারের মাধমে জানা যাবে আপনি কত কদম হেঁটেছেন এবং এর মাধ্যমে আপনার শরীরের কত ক্যালরি বার্ন হয়েছে। ব্যবসার পাশাপাশি ওমরন সামাজিক দায়বদ্ধতা থেকেও কাজ করছে। সম্প্রতি ওমরন বাংলাদেশ সরকারের কমিউনিটি হাসপাতালে ২ হাজার বস্নাডপ্রেশার মেশিন ও ১ হাজার বস্নাড গ্লুকোজ মনিটর উপহার দিয়েছে। ওমরনের পণ্য কিনতে বা বিস্তারিত জানতে যোগাযোগ ঠিকানা : ওমরন হেলথ কেয়ার বাংলাদেশ লিমিটেড, সপ্তক মাহবুবা গ্র্যান্ডিউর (ধানমন্ডি থানার পাশে), বাড়ি-১৭/এ, ইউনিট-সি ১ (নিচতলা), রোড-৬, মিরপুর রোড, ধানমন্ডি, ঢাকা। ফোন : ৯৬১২৫৫৮, হেল্পলাইন : ০১৭৩০৩৫৪৩৪৮।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়