Thursday, September 18

সংসদীয় কমিটির সভাপতির পদ পেলেন তাজুল


স্টাফ রিপোর্টার : দশম সংসদে বিরোধী দল জাতীয় পার্টি থেকে প্রথম সংসদীয় কোন কমিটির সভাপতি হলেন তাজুল ইসলাম চৌধুরী। বিরোধীদলীয় চিফ হুইপ তাজুলকে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রধানের পদ দিতে সংসদ নেতা শেখ হাসিনার প্রস্তাব বৃহস্পতিবার অনুমোদন করে সংসদ। দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে কথা বলে সম্প্রতি দলের প্রেসিডিয়ামের পদ হারান তিনি। দশম সংসদের প্রথম অধিবেশনে ৫০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়। ওই সময় বিরোধী দল থেকে কোন সভাপতির পদ দেয়া হয়নি। সংসদ নেতা শেখ হাসিনার পক্ষে পাঁচটি সংসদীয় কমিটি পুনর্গঠনের প্রস্তাব অধিবেশনে তোলেন চিফ হুইপ আ স ম ফিরোজ। পরে সেগুলো কণ্ঠভোটে পাস হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়