কানিউজ ডেস্ক : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, গণমাধ্যমের কণ্ঠরোধের জন্য নয়, এটি করা হয়েছে সাংবাদিকদের কল্যাণের জন্য।
সোমবার সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সম্মলেন কক্ষে এক সংবাদ সম্মেলেনে জাতীয় সম্প্রচার নীতমিালার গজেটে প্রকাশ করা নিয়ে বিএনপিসহ বিভিন্ন মহলে নানা সমালোচনার পর সরকারের পক্ষ থেকে ব্যাখ্যা দেন তিনি।
ইনু বলেন, সম্প্রচার নীততিমালা একটি দিক নির্শনামূলক, এটি কোনো আইন নয়। এতে শাস্তির কোনো বধিানও নেই। তাই গণমাধ্যমের কণ্ঠরোধের বিষয়টি সর্ম্পূণ অমূলক ও কল্পনাপ্রসূত। সম্প্রচার মাধ্যমের ‘স্বচ্ছতা-জবাবদিহীতা নিশ্চিত করে সমাজে সুশাসন প্রতিষ্ঠা ও মানবাধকিার সমুন্নত রাখতে এই নীতমিালা করা হয়েছে।
নীতিমালার যেসব বিষয় নিয়ে সমারোচনার সৃষ্টি হয়েছে সে বিষয়গুলো তুলে ধরে সংবাদ সম্মলেনে ব্যাখ্যা দেন তথ্যমন্ত্রী।
হাসানুল হক ইনু দাবি করেন, সম্প্রচার নীতিমালায় সম্প্রচার নীতমিালায় তথ্য মন্ত্রণালয়কে কোনো ক্ষমতা দওেয়া হয়নি। বরং মন্ত্রণালয় সম্প্রচার মাধ্যমের ওপর তেকে দাদির বিদ্যমান দায়িত্ব গুটিয়ে নিয়েছে।যা কমিমনের হাতে দেওয়া হয়েছে।
ঘোষতি সম্প্রচার নীতমিালায় বলা হয়েছে, সশস্ত্র বাহিনী ও আইনশৃঙ্খলায় নিয়োজিত কোনো বানিনীর প্রতি কটাক্ষ, বিদ্রুপ বা পেশাগত ভাবর্মূতি বিনষ্টকারী দৃশ্য বা বক্তব্য প্রচার করা যাবে না। এ বিষয়ে তথ্যমন্ত্রী বলনে, এ নিয়ে কোনো বিভ্রিান্তির াবকাশ নেই। এ ধারায় সত্য প্রকাশে বিরত থা্কতে বলা হয়নি। কোনো র্কমর্কতা বা র্কমচারী যদি শৃঙ্খলা ভঙ্গ করেন, তার বস্তুনষ্ঠি সংবাদ প্রকাশে বাধা নেই।
সম্প্রচার নীতমিালার সংবিধানের সঙ্গে সাংঘষিক নয় বলেও জানান মন্ত্রী । তিনি বলেন, এটা সংবিধানের ৩৯ ধারা অনুযায়ী এবং দেশের প্রচলতি আইনের সঙ্গে সংগতি রখেইে এই নীতিমালা তৈরি করা হয়েছে।
সম্প্রচার কমিশন কবে গঠন হবে তার উল্লখে না থাকায় অনেকে উদ্বগে প্রকাশ করছেনে। এ বিষয়ে মন্ত্রী বলেন, যত দ্রুত সম্ভব সম্প্রচার কমশিন গঠনের জন্য আমরা কাজ করে যাব।
নীতিমালা প্রণয়ন কমটিরি সদস্যদের মতামত যথাযথভাবে প্রতিফলন হয়নি বলে অভিযোগের বিষয়ে ইনু বলনে, কমিটির সদস্যদের যুক্তিযুক্ত প্রস্তাব সবই গ্রহণ করা হয়ছে।
কোনো কোনো পক্ষ থেকে এই নীতিমালা নতুন করে করার দাবির প্রেক্ষতে তথ্যমন্ত্রী বলেন, আগামীতে এ নীতিমালার আরোকে আইন হবে। এই নীতিমারায় কোনো ব্যাখ্যার প্রয়োজন হলে আইন প্রণয়নের সময়ে ব্যাখ্যা দেওয়ার সুযোগ রয়ছে।এ জন্য মন্ত্রী ওই সব অংশীজনকে আইন প্রণয়নরে সময় আরও সক্রিয় ভুমিকা পালনের আহ্বান জানান।
খবর বিভাগঃ
সারাদেশ

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়