Monday, August 11

প্রিয়াঙ্কাকে ঘিরে কংগ্রেসের রাজনীতি


কানিউজ ডেস্ক : বিজেপির কাছে নির্বাচনে শোচনীয় হারের পর কংগ্রেসের সহ-সভাপতির দায়িত্ব থেকে রাহুল গান্ধীকে সরানোর বিষয়টি সামনে চলে আসে। আর সেইসঙ্গে সকলের দৃষ্টির কেন্দ্রবিন্দুতে আসেন প্রিয়াঙ্কা গান্ধী। গত বৃহস্পতিবার দলের মুখপাত্র শোভা ওজা জানান, কংগ্রেস চেয়ারপারসন সোনিয়াকন্যা প্রিয়াঙ্কা গান্ধী শিগগরিই রাজনীতিতে সক্রিয় হচ্ছেন। বিভিন্ন গণমাধ্যমে সংবাদটি প্রচারিত হতে থাকলে পরদিনই সোনিয়াকন্যা জানান, এ খবরটি ‘অনুমাননির্ভর’ ও ‘ভিত্তিহীন’। তিনি কংগ্রেসের শীর্ষ কোনো পদে বসছেন না। তিনি আরও বলেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞ থাকবো যারা এই ধরনের ভিত্তিহীন খবর থেকে বিরত থাকবেন। সম্প্রতি উত্তরপ্রদেশের এলাহাবাদ শহরের দেয়ালে একটি পোস্টার দেখা যায় যেখানে লেখা ছিল ‘কংগ্রেস কা মুন, প্রিয়াঙ্কা ইজ কামিং সুন।’ অর্থাৎ কংগ্রেস দলে চাঁদের আবির্ভাব হচ্ছে, কারণ প্রিয়াঙ্কা শিগগিরই দলে আসছেন। এই পোস্টারের বিষয়ে জানতে চাইলে শোভা ওজা গণমাধ্যমকে জানান, দলের নেতা-কর্মীরা চান গান্ধী পরিবারের সবাই রাজনীতিতে সক্রিয় হোন। তারা সবাই দলের নেতৃত্বে থাকুন। এদিকে, প্রশ্ন দেখা দিয়েছে, প্রিয়াঙ্কা গান্ধী রাজনীতিতে সক্রিয় হলে রাহুল গান্ধীর রাজনৈতিক ভবিষ্যত কী হবে? ২০০৪ সালে তার রাজনীতিতে অভিষেক ঘটে। সেবার রাহুল তার চাচা সঞ্জয় গান্ধী, বাবা রাজীব গান্ধী এবং মা সোনিয়া গান্ধীর আমেথির আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচনে জয়লাভ করেন। সংসদ সদস্য হবার পর তিনি অনেকবার গণমাধ্যমের সংবাদের শিরোনাম হয়েছেন। প্রসংশিতও হয়েছেন। কিন্তু ২০১০ সালের পর তার জনপ্রিয়তা কমতে থাকে। পরবর্তীতে চলতি বছর লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদির কাছে পরাজয়ের পর দলকে ঢেলে সাজানোর পক্ষে কংগ্রেসের বেশির ভাগ নেতা-কর্মী। অনেকেই দলের শীর্ষপদে দেখতে চান সোনিয়াকন্যাকে। এখন দেখার বিষয় কংগ্রেস শিবিরে আলো জ্বালাতে প্রিয়াঙ্কা গান্ধী এগিয়ে আসেন কিনা।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়