Wednesday, August 27

জবাবদিহিতা নিশ্চিতের জন্যই সম্প্রচার নীতিমালা: প্রধানমন্ত্রী


স্টাফ রিপোর্টার: গণমাধ্যমের স্বাধীনতা মানেই স্বেচ্ছাচারিতা নয়—অধিকার ভোগ করার পাশাপাশি জবাবদিহিতা নিশ্চিতের জন্যই এ সম্প্রচার নীতিমালা করা হয়েছে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে দুঃস্থ ও দরিদ্র সাংবাদিকদের সহায়তা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিরোধিতার কারণেই অনেকে সম্প্রচার নীতিমালার বিরোধিতা করছে। সবসময় সাংবাদিকদেরই দাবি ছিল একটা নীতিমালা হোক। আমরা সাংবাদিকদের দাবি পূরণ করেছি। প্রধানমন্ত্রী বলেন, আমরা যদি গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস না করি তাহলে বেসরকারি গণমাধ্যম খাতকে অনুমোদন দিলাম কেন? আমরাই গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছি। আর সে কারণেই দেশের গণমাধ্যমগুলো স্বাধীনভাবে সংবাদ সম্প্রচার করতে পারছে। যে কোনো সংবাদ প্রচারের পূর্ণ স্বাধীনতা তাদের আছে। তিনি বলেন, সাংবাদিকরা নানাভাবে নির্যাতনের শিকার হচ্ছে। তারা যেন আর নির্যাতনের শিকার না হয় এ জন্য এবং তাদের সহযোগিতা করার জন্যই ট্রাস্ট গঠন করা হচ্ছে। ইতোমধ্যে বেতন-ভাতা বৃদ্ধির জন্য ওয়েজ বোর্ড গঠন করেছি। অবশ্য অনেকে ওয়েজ বোর্ড অনুযায়ী বেতন-ভাতা দিচ্ছে, আবার অনেকে দিচ্ছে না। আওয়ামী লীগ সরকারের আমলে অষ্টম ওয়েজ বোর্ডের ঘোষণার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এটি বাস্তবায়নের বিষয়টি তথ্য মন্ত্রণালয় দেখবে। পাশাপাশি চলচ্চিত্র উন্নয়নের জন্য সরকার চেষ্টা করছে। সামাজিক বিভিন্ন সাইট যেন দেশ ও সমাজের কোনো ক্ষতি করতে না পারে তার জন্য সতর্ক থাকতে হবে। এ সময় তিনি বিএনপির সমালোচনা করে বলেন, আন্দোলন করে জনগণকে রাজনৈতিক ভুলের মাশুল দিতে বাধ্য করা হচ্ছে। বাংলাদেশ আজকে নানা বাধা পেরিয়ে উন্নয়নের পথে এগুচ্ছে। এখন বাংলাদেশ সারাবিশ্বে উন্নয়নের রোল মডেল। সাংবাদিক কল্যাণ ট্রাস্টে শুধু সরকারি সহযোগিতা যথেষ্ট নয় এ জন্য গণমাধ্যম মালিকদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়