Wednesday, August 27

আইন-শৃঙ্খলা বাহিনীর সুবিধা নিয়ে বড় বড় কথা বলা সহজ: মির্জা ফখরুল


স্টাফ রিপোর্টার: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান অবৈধ সরকার বাংলাদেশের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিচ্ছে। বুধবার বিকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ২০ দলীয় জোট আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, রাষ্টীয় ক্ষমতা ছেড়ে রাজপথে আসুন দেখা যাবে কার কত ক্ষমতা আছে। আইন-শৃঙ্খলা বাহিনীর বিষেশ সুবিধা নিয়ে বড় বড় কথা বলা সহজ। মির্জা ফখরুল বলেন, প্রশাসনের দলীয় কর্মীদের নিয়োগ দানের মাধ্যমে এবং বিরোধী মতের কর্মকর্তাদের ওএসপির মাধ্যমে প্রশাসনকে অকার্যকর করে দিচ্ছে। ব্যাংকগুলোতে অভিনব কায়দায় লুটপাট চালিয়েছে এবং সেই সঙ্গে সব আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিচ্ছে সরকার। তিনি বলেন, আপনারা স্বাধীনতার ঘোষক সমৃদ্ধ বাংলাদেশের রূপকার জিয়াউর রহমানের নামে কুৎসা রটাবেন, খালেদা জিয়ার নামে অপপ্রচার চালাবেন আর তারেক রহমানকে কুলাঙ্গার বলবেন আর জনগণ বসে থাকবে? বসে থাকবে না। বিচার ব্যবস্থার কফিনে শেষ পেরেক ঢুকিয়ে দিতেই আওয়ামী লীগ সরকার বিচারপতিদের অভিশংসন ক্ষমতা নিজ হাতে নেওয়ার উদ্যোগ নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাসের সভাপতিত্বে সভা পরিচালনা করেন ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব ও কেন্দ্রীয় বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক হাবীব উন নবী খান সোহেল। ২০ দলীয় জোটের পক্ষে জাতীয় পার্টির মহাসচিব মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর মুজিবুর রহমান পেশোয়ারি, লেবার পার্টিল চেয়ারম্যান মোস্তাফিজুল রহমান ইরান, এনপিডির মহাসচিব আলমগীর মজুমদার, ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া, কল্যাণ পার্টির এম এম আমিনুর রহমান, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান অ্যাড. মো. আজহারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। বিএনপির পক্ষে দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব-উন-নবী-খান সোহেল, ছাত্রদলের সভাপতি আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সপু প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়