কানিউজ ডেস্ক: মদ পান করিয়ে নেপালি যুবতীকে গণধর্ষণ করেছে ছয় যুবক। এ ঘটনা ঘটে ভারতের দক্ষিণ দিল্লি মেহরুলিতে। শঙ্কটাজনক অবস্থায় চিকিৎসার জন্য ওই যুবতীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিযোগে নির্যাতিতা জানিয়েছেন, এক দম্পতি তাকে চাকরির লোভ দেখিয়ে দিল্লিতে নিয়ে আসে এবং সেখানে এনে জোরপূর্বক তাকে দিয়ে যৌনবৃত্তিতে বাধ্য করে।
পুলিশ সূত্রে জানা গেছে, ১৯ বছরের ওই যুবতী কাঠমান্ডুর বাসিন্দা।
নির্যাতিতা জানিয়েছেন, তাকে কিছুদিন হরিয়ানা নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে একটি বাড়িতে পাঁচ হাজার টাকা বেতনে কাজ করানো হত। এরপর তাকে কাজের লোভ দেখিয়ে দিল্লিতে নিয়ে আসা হয়। সেখানে যৌনবৃত্তি করাতে বাধ্য করা হয় তাকে।
গত সোমবার এক ব্যক্তির বাড়িতে যেতে বলা হয় ওই যুবতীকে। সেখানে গেলে প্রথমে তাকে জোর করে মদ পান করানো হয় ও পরে ছয়জনে মিলে ধর্ষণ করে বলে অভিযোগে জানিয়েছেন তিনি। পুলিশ তাকে চিকিৎসার জন্য এইমস হাসপাতালে ভর্তি করিয়েছে।
মেডিক্যাল পরীক্ষায় তার ধর্ষণের প্রমাণ মিলেছে ও পাকস্থলিতে মদ মিলেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
যে দু’জন তাকে দিল্লি নিয়ে এসেছিল তাদের পুলিশ গ্রেফতার করেছে। বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে জানায় পুলিশ।
খবর বিভাগঃ
অপরাধ বার্তা
দেশের বাইরে

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়