Tuesday, August 19

খালেদা জিয়া কালনাগিনির বিষ ছাড়া কিছুই দিতে পারেনি: হানিফ


স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, খালেদা জিয়া কালনাগিনির বিষ ছাড়া কিছুই দিতে পারেনি। মঙ্গলবার দুপুরে রাজধানীর মতিঝিলের ওয়াপদা ভবনে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ১৫ আগস্ট জাতির জনক শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ। তিনি বলেন, “বিশ্বের সব গণতান্ত্রিক দেশেই বিচারপতিদের অভিসংশনের ক্ষমতা সংসদের হাতে আছে। সেটা বাংলাদেশেও ছিল। কিন্তু ১৯৭৮ সালে জিয়াউর রহমান এ আইনটি পরিবর্তন করেন। সরকার তার এই ভুল সিদ্ধান্তটাকে সংশোধন করছে মাত্র।” ‘বিচারপতিদের অভিসংসনের একটা বিল মন্ত্রিসভায় অনুমোদন হয়েছে। এটাকে বাকশাল কায়েমের জন্য’ বিএনপি মহাসচিবের এমন অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “সংসদ জনগণের প্রতিনিধিত্ব করে, গণতন্ত্রের কথা বলে। আপনি মুখে বলবেন গণতন্ত্রের কথা আর পক্ষ নেবেন স্বৈরশাসকের এটা হতে পারে না। আপনি যদি বুঝে বলে থাকেন তাহলে, এই দ্বৈতনীতি থেকে বেরিয়ে আসুন। আমরা যখন জনগণের ম্যান্ডেটে গঠিত সংসদের হাতে ক্ষমতা দিই, তার বিরোধিতা করেন। একসঙ্গে দুই নীতি চলে না।” হানিফ বলেন, “কয়েকদিন আগে জাতীয় সম্প্রচার নীতিমালার অনুমোদন হয়েছে, তারা এর বিরোধিতা করছে।” তিনি প্রশ্ন করেন, এটা কি আমরা দিয়েছি? ‘এটা টেলিভিশন কর্তৃপক্ষ চেয়েছে বলে আমরা দিয়েছি। ওই নীতিমালা আমরা করিনি। মালিকপক্ষ, সাংবাদিক, শিক্ষক ও এনজিও কর্মীদের সমন্বয়ে গঠিত একটা বোর্ডের মাধ্যমে এ নীতিমালা করা হয়েছে।” জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগের সভাপতি জহিরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, প্রচার সম্পাদক আযম খসরু প্রমুখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়