Tuesday, August 19

নূর হোসেনকে দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি


স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনকে ভারতের কারাগার থেকে ফিরিয়ে আনতে যথাযথ ব্যবস্থা নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ চিঠি পররাষ্ট্র মন্ত্রণালয়ে দিয়েছে বলে সচিবালয়ের একটি সূত্র জানিয়েছে। গত ১০ আগস্ট সাত খুনের ঘটনার মামলার প্রধান আসামি ভারতের কলকাতায় গ্রেপ্তারকৃত নূর হোসেনকে আন্তর্জাতিক পুলিশ সংস্থা তথা ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন আদালত। গত ২৭ মে নূর হোসেনকে গ্রেপ্তার করতে ইন্টারপোল রেড ওয়ারেন্ট জারি করে। রেড ওয়ারেন্টভুক্ত করতে গত ২২ মে পুলিশ সদর দপ্তরকে চিঠি দেয় নারায়ণগঞ্জ জেলা পুলিশ প্রশাসন। পরে পুলিশ সদর দপ্তর রেড ওয়ারেন্টের জন্য ইন্টারপোলকে চিঠি দেয়। এছাড়া নূর হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারির পর আদালতের নির্দেশে তার অস্থাবর সম্পত্তি ক্রোক করা হয়। খোঁজ নিয়ে জানা গেছে, গত ১৪ জুন ভারতে দুইজন সহযোগীসহ নূর হোসেন গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগ আনা হয়। মঙ্গলবার দুপুরে বারাসাতের আদালতে নুর হোসেন ও তার সহযোগীকে তোলা হয়। আদালত আবারো তাকে কারাগারে পাঠিয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়