Tuesday, August 19

কানাইঘাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবী হাজী মোতাহির আলীর ইন্তেকাল


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবী ও এলাকার প্রবীণ মুরব্বি, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক পৌর মেয়র লুৎফুর রহমানের চাচা হাজী মোতাহির আলী দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট জনিত রোগে ভোগের পর হৃদরোগে আক্রান্ত হয়ে গত সোমবার রাত ১টায় সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করিয়াছেন (ইন্নালিল্লাহি-------রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি ৪ ছেলে, ১ মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ মঙ্গলবার বাদ আছর হাজী মোতাহির আলীর জানাযার নামাজ তার নিজ গ্রাম পৌরসভার দলইমাটি জামে মসজিদে অনুষ্ঠিত হয়। জানাযায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বাজারের ব্যবসায়ী ও এলাকার সর্বস্তরের লোকজন শরীক হন। পরে তার লাশ গ্রামের গুরুস্থানে সমাহিত করা হয়। উল্লেখ্য যে, হাজী মোতাহির আলী দীর্ঘদিন কানাইঘাট বাজার ব্যবসায়ী সমিতি ও বাজার অগ্রগামী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি ছিলেন। পাশাপাশি তিনি একজন সমাজসেবী ও শিক্ষানুরাগী ব্যক্তি হিসাবে সর্বমহলে পরিচিত ছিলেন। তিনি দলইমাটি হাজী মোতাহির আলী প্রাথমিক বিদ্যালয় এবং দলইমাটি মহিলা দাখিল মাদ্রাসার দাতা ও প্রতিষ্ঠাতা। পাশাপাশি তিনি আমৃত্যু বিভিন্ন মসজিদ মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সাথে জড়িত ছিলেন। প্রসঙ্গত যে, কয়েকমাস পূর্বে তার ২য় পুত্র যুবলীগ নেতা নজরুল ইসলাম জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের হাতে নির্মমভাবে খুন হন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়